মটোকেয়ার বাংলাদেশ প্রোডাক্ট রিভিউ ও বিস্তারিত

This page was last updated on 27-Aug-2023 12:35pm , By Raihan Opu Bangla

একজন বাইকারের কাছে তার বাইকটা সব থেকে পছন্দের একটি বাহন । প্রতিটি মানুষ চায় তার পছন্দের বাইকটি যত্নে রাখতে । আর আপনার বাইক এর যত্নের কথা চিন্তা করে বাইকারদের জন্য বিভিন্ন কেয়ার আইটেম নিয়ে চলে এসেছে মটোকেয়ার বাংলাদেশ

মটোকেয়ার ড্যাসবোর্ড পলিশ - 

মটোকেয়ার এর সব থেকে জনপ্রিয় প্রডাক্ট হলো মটোকেয়ার ড্যাসবোর্ড পলিশ । বাজারের অধিকাংশ ড্যাসবোর্ড পলিশ থাকে গ্যাস চার্জ পলিশ যেখানে লিকুইড এর থেকে গ্যাস এর পরিমান বেশি থাকে । মটোকেয়ার এর ড্যাসবোর্ড পলিশে ৩০০ এম এল পলিশের পুরোটাই থাকে লিকুইড । লিকুইড থাকার কারনে যেখানে গ্যাস চার্জ পলিশ থেকে ৫-৬ টার বেশি বাইক পলিশ করা যায়না সেখানে মটোকেয়ার এর ড্যাসবোর্ড পলিশ দিয়ে ২০-২৫ টি বাইক পলিশ করা যায় ।

মটোকেয়ার বাইক ওয়াস স্যাম্পু - 

মটোকেয়ার এর সর্বপ্রথম প্রডাক্ট মটোকেয়ার বাইক ওয়াস স্যাম্পু । মটোকেয়ার বাংলাদেশ দাবি করে তাদের এই বাইক ওয়াস স্যাম্পুতে ফোম এর পরিমান খুব বেশি হয় এবং বাইকের বডি কালার নষ্ট হয়না । এছাড়া দীর্ঘ সময় ধরে বাইকের কালার খুব ভালো রাখে ।

মটোকেয়ার ভাইজর ক্লিনার - 

আমরা সাধারনত হেলমেট এর ভাইজর কাপড় অথবা পানি দিয়ে পরিস্কার করি যার কারনে ভাইজরে লেগে থাকা ময়লা থেকে ভাইজরের উপরে দাগ পরে যায় । এই দাগ লাগা ভাইজর থেকে তখন আর পরিস্কার ভাবে রাস্তা দেখা যায়না যার কারনে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে । 

মটোকেয়ার ভাইজর ক্লিনার আপনার হেলমেট এর ভাইজরকে রাখবে পরিস্কার এবং দাগ মুক্ত । ভাইজরের যত্নে মটোকেয়ার এর এই প্রডাক্টটি ইতিমধ্যে বাংলাদেশের বাইকারদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে । পরিমানে ছোট হওয়াতে ট্যুরে ব্যবহার করায় অনেক সুবিধা হয় এবং হেলমেট এর ভাইজর দীর্ঘদিন ব্যবহার করা যায় । 

মটোকেয়ার হেলমেট ক্লিনার - 

প্যাডিং এ লেগে থাকা ধুলো ময়লা এবং ঘাম ওয়াস করার জন্য মটোকেয়ার এর রয়েছে মটোকেয়ার হেলমেট ক্লিনার । যেটি স্পেরে করে খুব সহজেই প্যাডিং না খুলে আপনার হেলমেট ওয়াস করতে পারবেন । এবং এই হেলমেট ওয়াস আপনার হেলমেট এর প্যাডিংকে রাখবে ব্যাক্টেরিয়া মুক্ত এবং হেলেমেট এর প্যাডিং হবে দীর্ঘ স্থায়ী । 

মটোকেয়ার এন্টিফগ ফ্লিম - 

যারা রাতে রাইড করেন তাদের জন্য খুব জরুরী জিনিস হচ্ছে হেলমেট এর ভাইজরের এন্টিফগ । এই এন্টিফগ যেমন কুয়াশায় আপনাকে সাপোর্ট দিবে ঠিক তেমনি বৃষ্টিতেও সাপোর্ট দিবে । সব থেকে বড় ব্যাপার মটোকেয়ার এর এই এন্টিফগ এর দাম মাত্র ২৫০ টাকা যেটা প্রতিটি বাইকারের জন্য প্রয়োজনীয় এবং সাধ্যের মধ্যে । 

মটোকেয়ার কুলেন্ট - 

লিকুইড কুল বাইকগুলোর জন্য ভালো মানের কুলেন্ট প্রয়োজন । মটোকেয়ার এর ১ লিটারের কুলেন্টটি খুব ভালো মানের একটি কুলেন্ট । মটোকেয়ার এর মালিক মোঃ তানজিন বলেন আমরা সবসময় বাইকারদের সাধ্যের মধ্যে প্রাইজ রাখতে চেষ্টা করি এ জন্যই আমরা মাত্র ৩৫০ টাকায় কুলেন্ট নিয়ে এসেছি । 

মটোকেয়ার A1 ফগ লাইট - 

মিনি ফগ লাইটের মধ্যে বাংলাদেশের বর্তমান সময়ে সব থেকে পাওয়ারফুল ফগ লাইট হচ্ছে মটোকেয়ার A1 ফগ লাইট , যেটিতে ৩ রকমের আলো হবে সাদা , হলুদ এবং সাদা হলুদ একত্রে । সাথে রয়েছে ১ বছরের গ্যারেন্টি । ২ টি বাল্ব এর প্রতিটি বাল্বে ৫০০০ লুমেন আলো দিতে সক্ষম । ১০০০০ লুমেনের এই মটোকেয়ার A1 ফগ লাইট বাংলাদেশের বর্তমান সময়ে সব থেকে পাওয়ারফুল ফগ লাইট ।

মটোকেয়ার হর্ন - 

যারা পাওয়ারফুল সাউন্ড এর হর্ন খুজছেন তাদের সবার পছন্দের তালিকায় বর্তমান সময়ে রয়েছে মটোকেয়ার হর্ন । মটোকেয়ার হর্নে তারা দিচ্ছে ১ বছরের ওয়ারেন্টি । পিপ হর্নের মধ্যে মটোকেয়ার হর্ন এর পাওয়ার খুব ভালো । 

মটোকেয়ার 7s গোল্ড - 

যাদের বাইকে হ্যালোজেন বাল্ব তারা রাতে রাইডের সময় সমস্যা ফিল করেন । মটোকেয়ার 7s গোল্ড আপনাকে দিবে ফগ লাইটের মত প্রচুর আলো । এল ই ডি এই বাল্বটিতে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি । সারা বাংলাদেশেই মটোকেয়ার এর ডিলার পয়েন্ট পেয়ে যাবেন । 

মটোকেয়ার ডকুমেন্ট পাউচ - 

আমরা অনেকেই মানিব্যাগ এবং পকেটে বাইকের ডকুমেন্ট রাখি যার কারনে আমাদের বাইকের পেপার্স নস্ট হয়ে যায়  বাইকের পেপার রাখার জন্য প্রয়োজন ভালো একটি ডকুমেন্ট পাউচ । মটোকেয়ার ডকুমেন্ট পাউচ এ সম্পুর্ন লেদার ব্যবহার করা হয়েছে যার মধ্যে আপনার বাইকের পেপার্স , ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় জিনিস পত্র রাখতে পারবেন ।  

মটোকেয়ার বাংলাদেশের অফিস মিরপুর ১০ ফল পট্টি গলিতে অবস্থিত । সারা বাংলাদেশে তাদের ডিলার পয়েন্ট রয়েছে , এছাড়া অনলাইনের মাধ্যমেও তাদের থেকে প্রডাক্ট কেনার সুযোগ রয়েছে । বাইকারদের জন্য মটোকেয়ার বাংলাদেশ অনেক এক্টিভিটির আয়োজন করে থাকে । বাইকের কেয়ার আইটেম নিয়ে মটোকেয়ার বাংলাদেশ ১ বছরের বেশি সময় ধরে মার্কেটে তাদের অবস্থান ধরে রেখেছে । 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes