বাইকের ব্যাটারি হিসেবে Mighty Max ব্যাটারী কেমন হবে?
This page was last updated on 05-Jan-2025 02:36pm , By Arif Raihan Opu
বাইকের যত রকম পার্টস আছে তার মধ্যে ব্যাটারী অত্যান্ত গুরুত্বপূর্ণ। বাইকের ব্যাটারি ভাল মানের না হলে বাইকের ইলেক্ট্রিকাল কম্পোনেন্ট গুলোর যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অপরদিকে বাইক স্টার্ট না নেওয়ার মত সমস্যাও দেখা দিতে পারে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ভার্জিন লেড ব্যবহৃত AGM প্রযুক্তির Mighty Max (ম্যাইটি ম্যাক্স) ব্যাটারি।
Mighty Max ব্যাটারি কেমন হবে?

Also Read: Mighty Max Battery Price In Bangladesh
AGM বা Absorbent Glass Mat ভিআরএলএ ব্যাটারি মাইটি ম্যাক্স ব্র্যান্ডের অধীনে তৈরি যা বাংলাদেশে প্রচলিত মোটরসাইকেল গুলোর জন্য উন্নত স্টার্টিং পাওয়ার এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করে। উন্নত প্রযুক্তি ও প্রিমিয়াম কাঁচামাল ব্যবহার করে তৈরি করা এই ব্যাটারি গুলো সম্পূর্ণ মেইন্টেইনেন্স ফ্রি এবং নির্ভরযোগ্য ও টেকসই।
Also Read: Battery Price In Bangladesh
নিরাপত্তার উপর জোর দিয়ে মাইটি ম্যাক্স ব্যাটারিগুলো শক্তিশালী কন্টেইনার এবং সিল করা কভার দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যা লিক প্রতিরোধী এবং মোটরসাইকেলের মেটাল অংশ গুলোকে সুরক্ষিত রাখে।

এছাড়াও মাইটি ম্যাক্স ব্যাটারী এর উল্লেখযোগ্য কিছু ফিচারস হলো-
- ৯৯.৯৯% খাঁটি ভার্জিন লেড এবং মাইক্রো-পোর ফাইবারগ্লাস সেপারেটর ব্যবহার করে ব্যাটারি গুলো তৈরিকৃত, যা হাই পারফর্মেন্স নিশ্চিত করে।
- উন্নত ফর্মুলায় উচ্চমানের কাঁচামাল দিয়ে তৈরী হওায় যা ব্যাটারীর আয়ু হয় দীর্ঘস্থায়ী।
- ল্যাবিরিন্থ টাইপ সিল কভার অ্যাসিড মিস্ট লিক প্রতিরোধ করে এবং আপনার ইঞ্জিনকে রক্ষায় কার্যকরী।
- এবিএস (ABS) ম্যাটেরিয়াল এবং সেফটি ভালভের সাহায্যে তৈরি, যা ব্যাটারি গুলো লিকেজ প্রতিরোধের নিশ্চয়তা দেয়।
- উন্নত ইনার ফরমেশন প্রযুক্তি ব্যাবহার করায় ব্যাটারিটি পরিবেশবান্ধব।
মোটরসাইকেল এক্সেসরিজ, পার্টস, কেয়ার আইটেম সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।

