Suzuki Gixxer Monotone ৭ হাজার কিলোমিটার মালিকানা রিভিউ - রাসেল
This page was last updated on 07-Jul-2025 12:22pm , By Shuvo Bangla
আমি রাসেল রানা। Suzuki Gixxer Monotone ভার্সন টা ইউজ করতেছি ৭ হাজার কিলোমিটারের মতো চলছে এখন। আমি বগুড়া জেলার ধুনট থানায় মথুরাপুর গ্রামে বসবাস করতেছি , এই বাইকটাই আমার জীবনের প্রথম বাইক।
Suzuki Gixxer Monotone ৭ হাজার কিলোমিটার মালিকানা রিভিউ
কন্ট্রোলিং এবং সিটিং পসিশন এজন্য আমি আমার বাইকটা বেছে নিয়েছি , আমার বাইকটা মূলত নরমাল ইউজ করার জন্য আশেপাশে একটু ভ্রমন এগুলো করার জন্য আমি ইউজ করি। আমার বাইকটা যখন আমি নেই তখন তার মূল্য ছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকা। বাইকটা প্রথম চালানোর অভিজ্ঞতা খুব দারুণ আমি এখন পর্যন্ত যতগুলো বাইক চালাইছি সবথেকে বেস্ট কম্ফোর্ট লাগছে আমার বাইকটা ।

আমি এখন পর্যন্ত সাতটা সার্ভিসিং করেছি সবগুলো সার্ভিস সেন্টার থেকেই করাই । ২৫০০ কিলোমিটারের আগে আমি মাইলেজ পেতাম ৩৮ এবং ২৫০০ কিলোমিটার চলার পরে মাইলেজ পাচ্ছি ৪৯। আমি আমার বাইকটা নিয়মিত যত্ন করার চেষ্টা করি এর চেইন লুব করা ক্লাস ক্যাবল চেক করা বিভিন্ন ইন্ডিকেটর চেক করা এগুলো আমি ডেইলি করে থাকি । আমি প্রথমদিকে মটুল ইউজ করতাম 10w40 গ্রেডের মিনারেল এর এখন মূল্য হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এরপরে আমি ইউজ করতেছি সেল যেটা 20w40 গ্রেডের মিনারেল । আমার এখন পর্যন্ত বাইকের কোন পার্টস চেঞ্জ করতে হয় নাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইন্ডিকেটর একটা লাইক চেঞ্জ করতে হইছে। নরমালি আমি স্পিড টোটা তারপরও একদিন পিলিয়ন সহ 114 স্পিড তুলেছিলাম ।
Suzuki Gixxer Monotone বাইকের ভালো দিক -
- খুবই কম্ফর্ট ভাবে রাইড করা যায়
- মাইলেজ খুবই ভালো
- টার্নিং রেডিয়াস খুব ভালো
- টায়ার সাইজ 140 হওয়াতে কন্ট্রোলিং টা খুবই ভালো
Suzuki Gixxer Monotone বাইকের খারাপ দিক -

- পিলিয়ন কম্ফর্ট নেই বললেই চলে
- ক্লাচ অনেক হার্ড
- হেড লাইটের আলো খুবই অল্প
- গিয়ার শিফট অনেক হার্ড
আমি একদিনে ২০০ কিলোমিটার রাইড করছি , তেমন কোনো প্রব্লেম হয়নি, বেশ ভালো কম্ফোর্ট পাইছি। বাইকটা নিয়ে আমি বেশ খুশি এবং আমার কাছে বেস্ট মনে হয় এটা। ধন্যবাদ ।
লিখেছেনঃ রাসেল রানা

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
