রিভো বাংলাদেশ নিয়ে এসেছে রিভো ডে জানুয়ারি ২০২৫

This page was last updated on 08-Jan-2025 04:39pm , By Raihan Opu Bangla

বর্তমানে বাংলাদেশে ইলেক্ট্রিক স্কুটার বা ইলেক্ট্রিক ভেহিকলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। রিভো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড। গত বছর রিভো বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। রিভো তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার।

রিভো ডে জানুয়ারি ২০২৫

রিভো ডে জানুয়ারি ২০২৫

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন ১১। এই টি২০ লীগে এবার অন্যতম স্পন্সরশীপ করেছে রিভো বাংলাদেশ। এবার বিপিএল জমজমাট হয়ে উঠেছে। ক্রিকেটের এই ক্ষুদ্র ফরম্যাটে মানুষ দারূণ ভাবে উপভোগ করছে। 

এই বিপিএল ম্যাডনেস কে আরও আকর্ষণীয় করতে রিভো বাংলাদেশ নিয়ে এসেছে “রিভো ডে ফর স্টুডেন্ট”। এর মানে হচ্ছে ছাত্রদের জন্য রিভো আয়োজন করতে যাচ্ছে রিভো ডে জানুয়ারি ২০২৫।

Also Read: Electric Bike Price In Bangladesh

যেখানে রিভো স্কুটারটি ছাত্র টেস্ট রাইড দিতে পারবেন, সেই সাথে পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়া এর সাথে থাকছে বিপিএল এর ম্যাচ টিকেট। 

রিভো ডে অনুষ্ঠিত হবে এক যোগে বাংলাদেশে রিভোর সকল শোরুমে। আগামী ১১ জানুয়ারি ২০২৫ তারিখে রিভো আয়োজন করতে যাচ্ছে এই রিভো ডে। ঢাকা, বগুড়া এবং ঠাকুরগাও এর শোরুমে রিভো ডে পালন করা হবে। 

এই ইভেন্ট এবং স্টেট রাইডের বিষয়ে জানতে সরাসরি রিভো শোরুম অথবা রিভো বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ এ যোগাযোগ করুন।

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, টিপস এবং অন্যান্য সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।