Yamaha FZS V2 নিয়ে ৩০,০০০ কিলোমিটার চালানোর অভিজ্ঞতা - ইমরান
This page was last updated on 29-Sep-2025 03:59pm , By Md Kamruzzaman Shuvo
আমি ইমরান আহমেদ জীবন। আজ শেয়ার করছি আমার বাইকিং জগতে আসা থেকে শুরু করে বর্তমান বাইক Yamaha FZS V2 নিয়ে অভিজ্ঞতা। আমার বাইকিং যাত্রা শুরু হয়েছিল ২০১৩–১৪ সালের দিকে। জীবনের প্রথম বাইক ছিল Honda CG125, আর বর্তমানে আমি ব্যবহার করছি Yamaha FZS V2।
Yamaha FZS V2 নিয়ে ইমরান আহমেদ জীবনের অভিজ্ঞতা
প্রথম বাইকটি কিনেছিলাম অনেক জেদ করে , নিজের গচ্ছিত টাকা আর এক বড় ভাইয়ের কাছ থেকে ধার করা টাকায়। সেই মুহূর্তের আনন্দ আর উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করা কঠিন। বর্তমান Yamaha FZS V2 বাইকটি কিনেছি আমার ও আমার বাবার অর্থায়নে। সেই দিনটিও আমার জীবনের অন্যতম আনন্দময় দিন ছিল।

Also Read: Yamaha Bike Price in Bangladesh
কিলোমিটার ও সার্ভিস অভিজ্ঞতা -

এখন পর্যন্ত আমার জীবনের ৮টি বাইক মিলিয়ে মোটামুটি ২ লক্ষ কিলোমিটারের বেশি চালিয়েছি। শুধু Yamaha FZS V2 এই বাইকটিই ৩০,০০০+ কিমি চালিয়েছি। Yamaha-এর সবচেয়ে বড় সুবিধা হলো সার্ভিস নেটওয়ার্ক , বাংলাদেশের ৬৪ জেলার মধ্যেই সার্ভিসিং পয়েন্ট পাওয়া যায়। ফলে যেকোনো বিপদে-আপদে সহজেই সার্ভিস পাওয়া যায়।

ভালো দিক ও উন্নতির জায়গা বলতে গেলে -
ভালো লেগেছে -
Yamaha FZS V2 কে বলা যায় Comfort King। এর ব্রেকিং সিস্টেম দারুণ, কারণ ডিস্কের সাইজ বড় এবং সহজে ব্রেকিং করা যায়।
উন্নতির জায়গা -
যদি এই বাইকে ABS ব্রেকিং সিস্টেম যুক্ত হতো, তাহলে রাইডার আরও আত্মবিশ্বাসের সঙ্গে রাইড করতে পারত।
মাইলেজ সিটি রাইডে পাচ্ছি ৪৫+ কিমি/লিটার এবং হাইওয়ে/লং রাইডে পাচ্ছি ৫০+ কিমি/লিটার । লং ট্যুর, ক্রস কান্ট্রি বা TT রাইড সব জায়গাতেই মাইলেজ একইভাবে সন্তুষ্টি দিয়েছে।
লং ট্যুর ও ডেইলি রাইড অভিজ্ঞতা -
ডেইলি সিটি রাইড হোক বা লং ট্যুর । Yamaha FZS V2 আমাকে কখনোই হতাশ করেনি। অফিসে যাওয়া-আসা, দৌড়াদৌড়ি বা ট্যুর সব জায়গায় এর পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
Also Read: Motorcycle Price In Bangladesh
কেন এই বাইকটি বেছে নিয়েছি -
সবচেয়ে বড় কারণ হলো Yamaha একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। Yamaha FZS V2 ছিল আমার crush bike। অনেক ভাইয়ের কাছ থেকে ইতিবাচক অভিজ্ঞতা শুনেছি, নিজেও রাইড করে সন্তুষ্ট হয়েছি। মূলত কমফোর্ট, ভালো মাইলেজ ও দীর্ঘস্থায়ী ব্যবহারযোগ্যতার জন্যই এই বাইকটি বেছে নিয়েছি।
অন্যদের জন্য রিকমেন্ডেশন -
যারা কমফোর্ট ভালোবাসে, বাইকিং-এ প্যাশন আছে, দীর্ঘদিন ব্যবহারের পরিকল্পনা করে এবং ভবিষ্যতে ভালো রিসেল ভ্যালু চায়—তাদের জন্য আমি Yamaha FZS V2 রিকমেন্ড করি।
Yamaha ব্র্যান্ড নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত। তবে আমার ব্যক্তিগত মত হলো বাংলাদেশের বাইকারদের কথা ভেবে Yamaha-এর বাইকগুলোর দাম আরও বাইকার-ফ্রেন্ডলি করতে হবে। সবকিছু মিলিয়ে, Yamaha FZS V2 একটি ভরসার নাম। ধন্যবাদ ।
লিখেছেনঃ ইমরান আহমেদ জীবন
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
