মোটরসাইকেল ফুয়েল ট্যাংক কিভাবে পরিষ্কার করতে হয়?

This page was last updated on 13-Nov-2024 09:00am , By Saleh Bangla

মোটরসাইকেল মূলত: একটি মেশিন যাতে অনেক যন্ত্রাংশের সমন্বয় থাকে। ফলে একটি মোটরসাইকেল টপ পারফর্মিং কন্ডিশনে রাখতে এর বিভিন্ন যন্ত্রাংশের নিয়মমাফিক মেইনটেন্যান্স ও সার্ভিস করা জরুরী। আর এই মেইনটেন্যান্সের অন্যতম একটি অংশ হলো মোটরসাইকেলের ফুয়েল-ট্যাঙ্ক পরিষ্কার করা। কেননা একটি পরিস্কার ফুয়েল-সাপ্লাই সিস্টেম মোটরসাইকেলের যথাযথ পারফর্মেন্স নিশ্চিতে অন্যতম প্রয়োজনীয় একটি বিষয়। সুতরাং আজ আমরা জানবো মোটরসাইকেল ফুয়েল ট্যাংক কিভাবে পরিষ্কার করতে হয় সেই বিষয়ে।

 

মোটরসাইকেল ফুয়েল ট্যাংক কিভাবে পরিষ্কার করতে হয়?

মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার অনেকের কাছেই হয়তো বেশ জটিল বা ঝামেলার কাজ মনে হতে পারে। তবে সাধারণ কিছু পদক্ষেপ অনুসরণ করেই এই মেইনটেন্যান্স কাজটি সেরে ফেলা সম্ভব। আর বেশ ঝামেলার মনে হলেও বিষয়টি আসলে ততটা ঝামেলার নয়। তবে কাজ শুরুর আগে আপনাদের সাধারণ কিছু উপকরণ সংগ্রহ করে নিতে হবে। এটি এই কাজটিকে আরো সহজ করে তুলবে। উপকরণগুলি নীচে উল্লেখ করা হল। 

 

>> নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রতিরক্ষামূলক গ্লাভস এবং গগলস।

>> মোটরসাইকেল ট্যাঙ্ক বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজনীয় রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, ও অন্যান্য টুলস।

>> একটি ড্রেইন প্যান।

>> রাস্ট ক্লিানার বা ফুয়েল ট্যাঙ্ক ক্লিনিং এজেন্ট।

>> ট্যাঙ্ক ধুয়ে ফেলার জন্য পরিষ্কার পানি।

>> ট্যাঙ্ক শুকানোর পর আর্দ্রতা দূর করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল।

>> রাস্ট স্ক্রাব করার জন্য লম্বা ব্রাশ।

>> কমপ্রেসড এয়ার বা এয়ার ব্লোয়ার।

>> পরিস্কার শুকনো কাপড়।

 

উপযুক্ত জায়গা নির্বাচন ও ফুয়েল ট্যাঙ্ক অপসারন

মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করার আগে সেটি খুলে নেওয়া জরুরী। তবে একাজের জন্য ভালো বায়ুচলাচল রয়েছে এমন জায়গা নির্বাচন করুন অথবা সম্ভব হলে একটি নিরাপদ খোলা জায়গায় বেছে নিন। মোটরসাইকেলটি একটি শক্ত এবং সমতল স্থানে দাঁড় করিয়ে নিন। তারপর প্রথমেই মোটরসাইকেলের ব্যাটারী কানেকশনটি বিচ্ছিন্ন করে ফেলুন।

নিজ শরীরের সুরক্ষার জন্য দরকার হলে আই প্রটেকটিভ গ্লাস ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। এরপর ফ‍ুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল লাইন খুলে নিন। প্রয়োজনে দরকারী বোল্ট খুলে নিন। আর সম্পূর্ণ ফ‍ুয়েল ট্যাঙ্কটি রেঞ্চ, স্ক্রু ড্রাইভার বা অন্যান্য প্রয়োজনীয় টুলস ব্যবহার করে মোটরসাইকেল থেকে বিচ্ছিন্ন করে ফেলুন।

তবে একাজের আগে বা পরে সুবিধামতো ফুয়েল ট্যাঙ্ক থেকে অবশ্যই সবটুকু ফুয়েল বের করে নিতে হবে। একাজে সাইফন ব্যবহার করা যেতে পারে অথবা ট্যাঙ্ক বিচ্ছিন্ন করে ফুয়েল কক খুলে কোন নিরাপদ পাত্রে ফুয়েল ঢেলে নিয়ে সংরক্ষণ করতে হবে। এরপর তলানীর তেলও পুরোপুরি বের করে নিতে হবে।

ট্যাঙ্ক থেকে ফুয়েল সম্পূর্ন বের করা হলে ট্যাঙ্কের বাহিরের দিক পরিস্কার করে নিন। একাজে হালকা ডিটারজেন্ট এবং সাধারন পরিস্কার প‍ানি ব্যবহার করুন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে ট্যাঙ্কটি ভালো করে শুকিয়ে নিন।

ট্যাঙ্কের ভিতরের মরিচা ও গাদ পরিস্কার করুন

ফুয়েল ট্যাঙ্কের ভিতরের রাস্ট ও ময়লা গাদ পরিষ্কার করতে, ট্যাঙ্কে ডেডিকেটেড ফুয়েল ট্যাঙ্ক ক্লিনার বা রাস্ট রিমুভার ব্যবহারে ভালো ফল পাওয়া যাবে। তাই পরিমান মতো ক্লিনিং এজেন্ট ভেতেরে ঢেলে দিন। ক্লিনিং এজেন্টের সংযুক্ত নির্দেশাবলী অনুসরণ করুন ও ট্যাঙ্কটি উল্টেপাল্টে ক্লিনিং লিকুইড ভেতরে ছড়িয়ে দিন। 

পরিস্কার প্রক্রিয়া চলার জন্য এবং ভেতরে মরিচা ও ময়লা আলগা হবার জন্য যথেষ্ট সময় দিন। তাই এসময় ট্যাঙ্কের ক্যাপটি বন্ধ রাখুন ও লিকুইডটির রাসায়নিক প্রক্রিয়ার জন্য বিধিমতো সময় দিন। এই প্রক্রিয়ায় কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে সাধারনত মরিচা ও অন্যান্য ময়লা আলগা হয়ে যায়। তাই উক্ত পণ্যের নির্দেশাবলী অনুসরণ করুন।

তবে কার্যকরী ফলাফলের জন্য এই সময়ের মধ্যে ট্যাঙ্কটি উল্টেপাল্টে ঝাঁকাতে পারেন। এতে ক্লিনার লিকুইড ট্যাঙ্কের ভিতরের সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে ও ময়লা আলগা হবে। আর এছাড়াও, ট্যাঙ্কের ভিতরে যতদুর যায় লম্বা ব্রাশ বা স্ক্র্যাবার ব্যবহার করে ভেতরটি স্ক্রাব করে পরিষ্কার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারেন।

ফুয়েল ট্যাঙ্কটি ভালোভাবে ধুয়ে ফেলুন

ফুয়েল ট্যাঙ্ক ক্লিনার যথেষ্ট সময় ধরে ভেতরে কাজ করার পর ট্যাঙ্ক ক্যাপ খুলে ভেতরের আলগা মরিচা ও গাদগুলি উপুড় করে ঢেলে ফেলুন। প্রয়োজনে আরেকবার ক্লিনিং লিকুইড আগের পদ্ধতিতে ব্যবহার করুন। তারপর ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণরুপে পরিষ্কার করতে ট্যাঙ্কটি পরিষ্কার পনি দিয়ে ভর্তি করুন। ট্যাঙ্ক ক্যাপ লাগিয়ে ভালো করে ঝাকিয়ে নিন আর তারপর ঢেলে বের করুন। ট্যাঙ্কটির ভেতরের ময়লা সম্পূর্ণ বের হয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি কয়েকবার অনুসরণ করুন।

ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ধুয়ে ফেলে সবটুকু পানি বের করে শুকিয়ে নিন। এই শেষ পর্যায়ে ট্যাঙ্কে অল্প পরিমাণ আইসোপ্রোপাইল অ্যালকোহল ঢেলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে তারপর বের করে ফেল‍া যেতে পারে। এতে ট্যাঙ্কটির ভেতরে কোন আর্দ্রতা থাকলে আইসোপ্রোপাইল অ্যালকোহল তা শোষন করে নিবে এবং ভেতরটি পুরোপুরি শুকিয়ে যাবে। আর অন্য বিকল্প হিসাবে এয়ার ব্লোয়ার ব্যবহার করেও ট্যাঙ্কটি শুকিয়ে নেয়‍া যেতে পারে বা রৌদ্রে শুকানো যেতে পারে।

ফুয়েল ট্যাঙ্ক পুনরায় ইনস্টল এবং রিফিল করুন

ফুয়েল ট্যাঙ্ক পরিস্কার করে তা শুকিয়ে ফেলার প্রক্রিয়া সম্পন্ন হলে সেটিকে যথাযথভাবে পুনরায় ইনস্টল করুন। ফুয়েল লাইন এবং অন্য‍ান্য সংযোগ সাবধানে পুনরায় সংযুক্ত করুন। মোটরসাইকেল থেকে ফুয়েল ট্যাঙ্ক অপসারণের সময় বিচ্ছিন্ন করা বিভিন্ন বোল্ট ও ক্লাম্পগুলিকে যথাযথভাবে লাগানো হলে তা পুনরায় চেক করে নিন।

সঠিকভাবে ফুয়েল ট্যাঙ্কটি ইনস্টল হয়ে গেলে সেটি নতুন ফুয়েল দিয়ে ভরে নিন। এরপর  ব্যাটারি লাইন ও অন্যান্য সংযোগগুলি পুনরায় সংযুক্ত করে মোটরসাইকেলটির ইঞ্জিন চালু করুন এবং একটু সময় নিয়ে আস্তে আস্তে রেভ করুন। এভাবে সম্পূর্ণ ফুয়েল সাপ্লাই একদম ঠিক আছে কিনা তা নিশ্চিত হোন। কোন লিকেজ রয়েছে কিনা যত্নসহকারে চেক করে নিশ্চিত হোন। এরপর একটি পরীক্ষামূলক রাইড দিয়ে আসুন। ব্যাস আপনার কাজ শেষ।

 

তো বন্ধুরা, এই হলো মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক কার্যকরভাবে পরিষ্কার করার সহজ ও সাধারণ প্রক্রিয়া। ফুয়েল ট্যাঙ্কের নিয়মিত পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ শুধুমাত্র আপনার মোটরসাইকেলের ফুয়েল লাইনটিকেই পরিষ্কার রাখবে না বরং মোটরসাইকেলের পারফর্মেন্সও নিশ্চিত করবে ও পরোক্ষভাবে ইঞ্জিনের আয়ুও বাড়িয়ে দেবে। সুতরাং, আপনার মোটরসাইকেল থেকে ভাল পারফরম্যান্স উপভোগ করতে ও প্রতিবার ঝামেলামুক্ত রাইড উপভোগ করতে সেটির ফুয়েল ট্যাঙ্ক ঠিকমতো পরিস্কার রাখুন। ধন্যবাদ।