CFMOTO Bangladesh আয়োজন করতে যাচ্ছে রাইডিং স্টোরি ও ফটো কনটেস্ট এর আয়োজন করেছে
This page was last updated on 17-Jul-2025 10:30am , By Raihan Opu Bangla
সিসি লিমিট বৃদ্ধির পর নতুন যেসব ব্র্যান্ড বাংলাদেশে এসেছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় CFMOTO। এই জনপ্রিয়তাকে সম্মান করে রাইডিং স্টোরি ও ফটো কনটেস্ট আয়োজন করেছে CFMOTO Bangladesh।
CFMOTO রাইডিং স্টোরি ও ফটো কনটেস্ট

কন্টেস্টে আপনার রাইডিং গল্পটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাইলে আপনার রাইডিংয়ের ছবি ও গল্পসহ এখনই পোস্ট করুন ফেসবুকে এবং ব্যবহার করুন #explorebdwithcfmoto হ্যাশট্যাগ।
পোস্টটি অবশ্যই পাবলিক করতে হবে এবং CFMOTO Bangladesh-এর অফিসিয়াল Facebook পেজ CFMOTO বাংলাদেশকে ট্যাগ করতে হবে।
Also Read: Bike Price In Bangladesh

সময় ফুরিয়ে আসছে কিন্তু, তাই মিস করবেন না! দেশের প্রাকৃতিক সৌন্দর্য আর আপনার রাইডিং এক্সপেরিয়েন্স একসাথে তুলে ধরুন আর জিতে নিন CFMOTO Bangladesh-এর পক্ষ থেকে আকর্ষণীয় উপহার!
বিস্তারিত জানতে CFMOTO Bangladesh এর অফিশিয়াল শোরুম অথবা ফেসবুক পেজ ভিসিট করতে পারেন।
