বাংলাদেশে বাইককে হোন্ডা বলে ডাকা হয় কেন ?
This page was last updated on 28-Dec-2024 05:59pm , By Ashik Mahmud Bangla
আপনি যদি অতীত নিয়ে একটু রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন একটা সময় বাংলাদেশে বাইককে হোন্ডা বলে ডাকা হতো। সত্যি বলতে আমি নিজেও ছোট বেলায় দুই চাকার এই বাহনটিকে হোন্ডা বলেই ডাকতাম। আপনার বাবা যদি একজন বাইকার হয়ে থাকেন তাহলে আপনিও নিশ্চয় ছোট বেলায় আপনার বাবার কাছে আবদার করতেন আব্বু হোন্ডায় উঠবো।
কথা হচ্ছে আমাদের দেশে বাইককে হোন্ডা বলে কেন ডাকা হতো ? এখনোও আপনি অনেক মানুষ খুজে পাবেন যারা বাইককে হোন্ডা বলে ডাকে। তবে এর পিছনে কিন্তু মজার অনেক কারণ আছে, আজ এই সম্পর্কেই আলোচনা করবো।
বাংলাদেশে বাইককে হোন্ডা বলে ডাকা হয় কেন ?
এই বিষয়টা নিয়ে একেক জনের একেক রকম মতামত রয়েছে। তবে এটা নিয়ে রিসার্চ করে আমি বেশ মজার কিছু তথ্য পেলাম। একটা সময় আমাদের দেশে বর্তমান সময়ের মতোন এতো সেগমেন্টের বাইক ছিলো না। তখন খুব অল্প সংখ্যক সেগমেন্ট এর বাইক বাংলাদেশের রাস্তায় দেখা যেতো। আমি কিন্তু ২ বছর অথবা ১০ বছর আগের কথা বলছি না, আমি বলছি অনেক বছর আগের কথা।
Also Read: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঢাকা বাইক শো ২০১৮
তখন একটা নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল রাস্তায় দেখা যেতো, যা ছিলো হোন্ডা কোম্পানীর। ভ্রুম ভ্রুম, বট বট এই ধরণের রাজকীয় শব্দ করে বাইকগুলো ছুটে চলতো আমাদের দেশের রাস্তাতে। আর বর্তমান যুগের মতোন তখন আমাদের দেশের মানুষের হাতে হাতে মোবাইল বা ইন্টারনেটও ছিলো না। তাই HONDA লেখাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সেই ব্যাপারেও অনেকের বিস্তর ধারণা ছিলো না।
কিন্তু সেই সময়ে বাংলাদেশের রাস্তায় হোন্ডার যে বাইকগুলো চলতো সেগুলোতে স্পস্টভাবে HONDA কথাটা লেখা থাকতো। মানুষের মুখে দুই চাকার এই বাহনের নাম হোন্ডা হিসেবেই পরিচিত ছিলো। আর এই কারনেই আমার মনে হয় বাংলাদেশে বাইককে হোন্ডা বলে ডাকা হয়।
সময় পরিবর্তন হলো , মানুষ আস্তে আস্তে জানতে লাগলো বুঝতে লাগলো এবং বাইক চিনতে শুরু করলো। আর সময়ের সাথে সাথে বাইককে হোন্ডা বলে ডাকার প্রচলনও আমাদের দেশ থেকে চলে গেলো।