Yamaha R15M বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - মিসকাত

This page was last updated on 06-Jan-2025 04:17pm , By Shuvo Bangla

Yamaha R15M বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - মিসকাত:

আমি মিসকাত হাসান , আপনাদের সাথে শেয়ার করবো আমার Yamaha R15M বাইকের সাথে দীর্ঘ দিন এর রাইডিং অভিজ্ঞতা । সালটা ছিলো ২০০৮। ৪র্থ শ্রেনীতে থাকতে বাইক চালানো শিখেছিলাম, আমার আব্বুর বাইক দিয়ে একা একাই শিখেছিলাম। এর পর থেকে বাইকের প্রতি ভালবাসাটা অন্যরকম ছিলো।
yamaha r15m২০১৪ সালে আব্বু একটা ১২৫ সিসির বাইক কিনে যেটা আমি ৮ বছর চালিয়েছি। এই মাঝে আব্বুর কাছে নিজের জন্য একটা বাইক চাইছি কিন্তু বিভিন্ন কারনে আব্বু দেয়নি। হয়ত মনে করেছেন নিজের বাইকের উপযোগী হইনি তখনো। 

Also Read: ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ আয়োজন করতে যাচ্ছে এসিআই মোটরস

আর.ওয়ান ফাউভ বাইকটা আমার অনেক পছন্দ ছিলো। ভার্সন ৩ আসছে তখন মার্কেটে। মাঝে মাঝে শোরুমে গিয়ে দেখতাম বাইকটা। কিন্তু আব্বু কিনে দেয়নি। অবশেষে ভার্শন ৪ এর এম মডেলটা আসল ৷ আব্বু অবশেষে আমাকে ২০২২ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখ 
ইয়ামাহার শোরুম থেকে বাইকটা কিনে দিল।
yamaha r15m
বাইকটি নিয়েছি আমি ফরিদপুর এর ইয়ামার অফিসিয়াল শোরুম থেকে। বাইকটিতে আমি প্রথম ৩০০০ কিলোমিটার পর্যন্ত হাইওয়েতে ৫৫+ আর শহরে ৪৫+ মাইলেজ পাই যা আলহামদুলিল্লাহ খুবই ভাল।

yamaha r15m

বাইকটি বাংলাদেশের অন্যতম সুন্দর বাইকগুলোর মধ্যে একটি। ভার্শন ৩ এর চেয়ে বেশ কম্ফোর্ট।  ব্রেকিং খুব ভাল আর খুব স্মুথলি চলে।
আলহামদুলিল্লাহ এখন প্রযন্ত খুব দক্ষতার সাথে বাইক চালাচ্ছি। বাইকিং গ্রুপএ জয়েন আছি, টুর দিচ্ছি ৷ আলহামদুলিল্লাহ বাইকের সাথে আমার খুব ভাল সময় যাচ্ছে।

আল্লাহর রহমতে সবসময় হেলমেট পরে স্পিড লিমিট এর মধ্যে রেখে বাইক চালাই। আজ প্রযন্ত কোনো পুলিশ মামলা দিতে পারেনি। সবাই আমার জন্য দোয়া করবেন , ধন্যবাদ ।


লিখেছেনঃ  মিসকাত হাসান

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।