অবিশ্বাস্য দামে CFMOTO Bangladesh লঞ্চ করল তাদের নতুন মোটরসাইকেল
This page was last updated on 27-Aug-2025 09:12am , By Raihan Opu Bangla
CFMOTO পৃথিবীর বিখ্যাত একটি ব্র্যান্ড, যারা মোটরসাইকেল, এটিভি, এডিভি, ইউটিভি, স্কুটার থেকে শুরু করে মোটরসাইকেল সহ তৈরি এবং ইঞ্জিন উৎপাদন করে থাকে। CFMOTO Bangladesh তাদের তিনটি নতুন মোটরসাইকেল বাংলাদশে লঞ্চ করেছে।
CFMOTO Bangladesh লঞ্চিং ইভেন্ট

Also Read: CFMoto 650GT Price in BD
আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) হল ৪ এ এক জাকজমক পূর্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে তিনটি নতুন মোটরসাইকেল লঞ্চ করেছে। এই তিনটি মোটরসাইকেল হচ্ছে –

- CFMOTO 250NK - 3,48,500 BDT
- CFMOTO 250SR - 3,88,500 BDT
- CFMOTO 300SR - 4,58,500 BDT
Also Read: CFMoto 400NK Price In Bangladesh - BikeBD
এই আয়োজনে ব্লগার, ইনফ্লুয়েন্সার, সহ দেশের অনেক বাইকাররা উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন নিউ গ্রামীন মোটরস এর এমডি, সিইও সহ উর্ধ্বতন কর্মকর্তরা। আরও উপস্থিত ছিলেন CFMOTO চায়না ডিভিশন এর কর্মকর্তারা।

লঞ্চিং ইভেন্টটি শুরু হয় সকাল ১১টায়। তার আগেই আমন্ত্রিত অথিতিরা এসে ইভেন্ট গ্রাউন্ডে উপস্থিত হন। এরপর লঞ্চিং ইভেন্ট শুরু হয়, দুপুরের খাবারের আগেই বাইক গুলো লঞ্চ করা হয়।
Also Read: CFMoto Motorcycle Price In Bangladesh
বাইকের ডিজাইন ও লুকস বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এছাড়া দাম ঘোষণার পর বাইকারদের ভেতর বাইক গুলো নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে CFMOTO তাদের আপকামিং আরও তিনটি মোটরসাইকেল শো করেছে।
এই মোটরসাইকেল গুলোর মধ্যে একটি স্কুটার, একটি স্কুজার ও একটি অফ রোডার মোটরসাইকেল রয়েছে। আশা করছি দ্রুত বাইক গুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে।
Also Read: CFMoto 450CL-C Price In BD
মোটরসাইকেল গুলো দ্রুত CFMOTO Bangladesh এর শোরুমে পাওয়া যাবে। আপনার পছন্দের মোটরসাইকেলটি দ্রুত প্রি-বুক করুন।
সকল প্রকার সাম্প্রতিক তথ্য, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, খবর, টিপস সহ সব জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
