পালসার রাইডারদের জন্য বাজাজ নিয়ে এসেছে বাংলাদেশ পালসার নেশন - ওয়ান প্যাশন, ওয়ান নেশন

This page was last updated on 10-Aug-2025 04:36pm , By Raihan Opu Bangla

বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে বাজাজ পালসার। বলা যায় বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা মোটরসাইকেল মডেল হচ্ছে পালসার।

বাংলাদেশ পালসার নেশন - ওয়ান প্যাশন, ওয়ান নেশন

bangladesh-pulsar-nation-bajaj-bangladesh

বাংলাদেশে উত্তরা মোটরস লিমিটেড হচ্ছে বাজাজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। যারা বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বাংলাদেশে প্রথমবারের মত যখন উচ্চ সিসির অনুমতি দেয়া হয়, তখন সর্ব প্রথম বাজাজ লঞ্চ করে তাদের Bajaj Pulsar N250 মডেল। 

এই বাইকটি পালসার সেগমেন্টের উচ্চ সিসির প্রথম মোটরসাইকেল। এছাড়া পালসার সিরিজের মোটরসাইকেল গুলো বেশ জনপ্রিয়। ১৫০ থেকে ২৫০ সিসি সেগমেন্টের পালসারের যত গুলো মোটরসাইকেল রয়েছে সব মডেল ই বেশ জনপ্রিয়। 

Also Read: Bajaj Bike Price In Bangladesh

বাজাজ এবার পালসার রাইডারদের জন্য নিয়ে এসেছে “বাংলাদেশ পালসার নেশন”। এই উদ্যোগে পালসার রাইডাররা তাদের নিজের মধ্যে ভাতৃত্ববোধ বাড়িয়ে তোলার লক্ষ্যে নিয়ে এসেছে “বাংলাদেশ পালসার নেশন” এপ্লিকেশন বা এপ। এছাড়া থাকছে ওয়েবসাইট। 

যেখানে প্রথম পালসার রাইডাররা তাদের মোটরসাইকেল এবং ব্যক্তিগত তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমত, নাম, ফোন নাম্বার, ইমেইল, মোটরসাইকেল মডেল, এবং এনআইডি কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

এই এপে রাইডাররা বাজাজ এর সকল খবর  এবং ইভেন্টের তথ্য পেয়ে যাবেন। এর সাথে সাথে যেসব ইভেন্ট হয়েছে এবং আপকামিং ইভেন্ট সম্পর্কে জানতে পারবেন। আপনার যদি একটি পালসার থাকে তবে আপনিও হতে পারবেন “বাংলাদেশ পালসার নেশন” এর একজন গর্বিত সদস্য। 

বিস্তারিত জানতে পালসার বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। ধন্যবাদ।