কেন আমি Yamaha R15 V3 বেছে নিয়েছিলাম - রিফাত হাসান

This page was last updated on 20-Sep-2025 05:49pm , By Md Kamruzzaman Shuvo

আমি রিফাত হাসান তালুকদার । আমি বর্তমানে চালাচ্ছি Yamaha R15 V3 । বাইকটি Indonesian ভার্শন , ভালোবেসে আমি এর নাম রেখেছি ব্লুবেরি। আমার বাইক কেনার দিনটা ছিল জীবনের এক বিশেষ মুহূর্ত। বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছিল সেদিন। তবে এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছিল আমার বাবা কারণ বাইকটি কেনার পর প্রথম চালিয়েছিলেন তিনিই। সেই মুহূর্তটা আমার হৃদয়ে চিরদিন গেঁথে থাকবে। 

yamaha r15 v3

কেন আমি Yamaha R15 V3 বেছে নিয়েছিলাম

আমি এখন পর্যন্ত বাইকটি চালিয়েছি ৩৩,০০০+ কিলোমিটার। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত কোনো সমস্যা ফেস করিনি এবং সার্ভিস অভিজ্ঞতাও খুব ভালো।

ভালো লেগেছে যেসব দিক - 

  • স্টাইলিশ ও প্রিমিয়াম লুকিং
  • নির্ভরযোগ্য ব্রেকিং
  • নিখুঁত কন্ট্রোলিং
  • সহজ মেনটেন্যান্স
  • ওভারঅল সেগমেন্ট অনুযায়ী চমৎকার পারফরম্যান্স

yamaha r15 v3

উন্নতির জায়গা - 

  • সিটিং পজিশন আরামদায়ক হলে ভালো হতো
  • হ্যান্ডেল বার যদি একটু উঁচু করা যেত, তবে সিটি রাইডে আরও কমফোর্টেবল হতো

yamaha r15 v3

মাইলেজ এক্সপেরিয়েন্স সিটি রাইডে ৩০–৩৫ কিমি/লিটার । হাইওয়ে রাইডে ৪০+ কিমি/লিটার । সিটি রাইড বাইকটি খুব স্মার্ট ও স্পোর্টি ফিল দেয়। তবে রেসিং পজিশনের কারণে ট্রাফিক জ্যামে মাঝে মাঝে ব্যাক পেইন ও শোল্ডার পেইন হয়। লং ট্যুর একেবারে অন্যরকম অভিজ্ঞতা ! এক্সপ্রেসওয়ে বা হাইওয়েতে বাইকটি দারুণ পারফর্ম করে। স্টেবল , আরামদায়ক ও পাওয়ারফুল ফিল হয়। মনে হয় যেন বাইকটি তখনই তার আসল শক্তি দেখায়।

Yamaha R15 V3 Indonesia বেছে নিয়েছিলাম মূল কারণ ছিল -

  • দারুণ ব্রেকিং
  • নিখুঁত কন্ট্রোলিং
  • স্পোর্টি ও আকর্ষণীয় লুকস

yamaha r15 v3

অন্যদের জন্য সাজেশন যদি স্পোর্টস বাইক নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো নির্দ্বিধায় Yamaha R15 V3 Indo নিতে পারেন। ওভারঅল , বাইকটি আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। ইনশাআল্লাহ আমি আরও অনেক দূর চালিয়ে যেতে চাই। Yamaha R15 V3 Indo এখনো স্পোর্টস সেগমেন্টে একটি ব্যালান্সড, পারফরম্যান্স ও স্টাইলিশ প্যাকেজ। সংক্ষেপে বললে, আমার ব্লুবেরি শুধু একটি বাইক নয়, বরং একটি স্বপ্ন পূরণের প্রতীক। ধন্যবাদ । 

yamaha r15 v3

লিখেছেনঃ রিফাত হাসান তালুকদার

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।