ফুয়েল নয়, এবার চার্জেই চলবে কিংবদন্তি বুলেট !
This page was last updated on 25-Aug-2025 07:49pm , By Rafi Kabir
রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো আনছে ইলেকট্রিক বুলেট। বাইকটি উন্মোচন হবে ২৮ আগস্ট ২০২৫-এ। এক চার্জে তারা ঘোষনা করেছে যে বাইকটির রেঞ্জ হবে ২৭৯ কিলোমিটার, তাই ক্লাসিক লুক বজায় রেখেও এটি হবে আধুনিক ও ব্যবহারবান্ধব এমনটাই জানানো হয়েছে।
ডিজাইন
বুলেটের ঐতিহ্যবাহী চেহারা থাকছে- গোল হেডল্যাম্প, টিয়ারড্রপ ট্যাঙ্ক (এবার ব্যাটারি হাউজিং), স্পোকড হুইল। ওজন কমাতে হাই-স্ট্রেংথ কম্পোজিট বডি প্যানেল ব্যবহার করা হয়েছে, ফলে লুক ক্লাসিক থাকলেও হ্যান্ডলিং আরও হালকা ও স্মার্ট হবে।

পারফরম্যান্স
মিড-মাউন্টেড ১০ কিলোওয়াট মোটর থেকে ৫০ এনএম টর্ক মিলবে। দাবি অনুযায়ী ০-৬০ কিমি/ঘন্টা < ৫ সেকেন্ড করুজার সেগমেন্ট হিসেবে যেটা বেশ দ্রুত।

রেঞ্জ
১৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি এক চার্জে ২৭৯ কিমি পর্যন্ত নিতে পারে; ব্যস্ত শহর-হাইওয়ে মিশ্র ব্যবহারে প্রায় ২০০-২২০ কিমি রেঞ্জ হবে বলে ধারনা করা হচ্ছে।
ফিচার
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার (স্পিড/রেঞ্জ/ব্যাটারি/ন্যাভিগেশন), ব্লুটুথ কানেক্টিভিটি (কল, মিউজিক, অ্যাপ-ডায়াগনস্টিক), ডুয়াল-চ্যানেল ABS সহ রিজেনারেটিভ ব্রেকিং, LED লাইটিং, USB পোর্ট ও স্টোরেজ, এবং GPS ট্র্যাকিং এবং স্মার্ট কী সব মিলিয়ে নিরাপত্তা ও সুবিধার প্যাকেজ।

দাম
এক্স-শোরুম মূল্য প্রায় ₹২.৫ লাখ থেকে শুরু; ভ্যারিয়েন্ট/ফিচার অনুযায়ী সর্বোচ্চ ₹৩ লাখ পর্যন্ত যেতে পারে ধারনা করা হচ্ছে ভারতে।
