কোন বাইকে কোন গ্রেড লাগে আর সেটা ঠিক কোন জিনিসের ওপর নির্ভর করে?
This page was last updated on 19-Nov-2025 02:52pm , By Rafi Kabir
অনেকেই ভাবে ইঞ্জিন অয়েলের সামনে যে 10W-30 বা 20W-50 লেখা থাকে সেটা শুধু নাম বা কোড। আসলে এগুলোই বলে দেয় আপনার বাইকের ইঞ্জিন কোন অয়েলে ভালো চলবে, কোন তাপমাত্রায় কোন অয়েল বেশি সুরক্ষা দেবে, আর কোন গ্রেড অয়েল ভুল নিলে ইঞ্জিন এ সমস্যা হতে পারে।
ইঞ্জিন অয়েলের Viscosity মানে হচ্ছে অয়েল কতটা পাতলা বা ঘন। পাতলা অয়েল ঠান্ডায় দ্রুত কাজ করে, আর ঘন অয়েল অতিরিক্ত গরমেও স্থিতিশীল থাকে। এই দুইটাড় মাঝে সঠিক ভারসাম্য টাই ঠিক করে রাখে অয়েল গ্রেড।
W সংখ্যা কী বোঝায় (যেমন 10W, 20W)
W মানে Winter বা ঠান্ডা আবহাওয়া। এই অংশটি বলে আপনার অয়েল ঠান্ডা অবস্থায় কতটা পাতলা থাকবে। এই যেমন
- 10W মানে ঠান্ডায় অয়েল বেশ পাতলা থাকবে।
- 20W মানে ঠান্ডায় অয়েল একটু ঘন থাকবে।
শেষের সংখ্যা (30, 40, 50) কী বোঝায়?
এটা বলে দেয় গরম ইঞ্জিনে অয়েল কতটা ঘন থাকবে।

- ৩০ মানে পাতলা
- ৪০ মানে মাঝারি ঘন
- ৫০ মানে বেশি ঘন
যেসব ইঞ্জিন বেশি গরম হয়, বা পারফরম্যান্স বেশি, তাদের সাধারণত 10W-40 বা 20W-50 প্রয়োজন হয়।


কোন বাইকের জন্য কোন গ্রেড অয়েল লাগে?
এটা নির্ভর করে মূলত তিনটি বিষয়ের ওপর:
১. ইঞ্জিন ডিজাইন এবং প্রযুক্ত
বাইক কোম্পানি নিজেই বলে দেয় কোন গ্রেড অয়েল ব্যবহার করা উচিত।
উদাহরন হিসেবে বলা যায়
- Honda বা Yamaha এর বেশির ভাগ ছোট সিসির বাইকে লাগে 10W-30।
- TVS বাইকে বেশির ভাগ ব্যবহার করা হয় 10W-30 বা 10W-40।
- Bajaj Pulsar, Apache RTR, Gixxer বাইকে সাধারণত বেশির ভাগ ব্যবহার করা হয় 10W-40।
- High compression বা air-cooled গরম-হওয়া ইঞ্জিন বাইকে 20W-50 ব্যবহার করা হয়।
যেসব ইঞ্জিন উচ্চ RPM নেয় এবং বেশি গরম হয় তাদের জন্য ঘন অয়েল দরকার।
২. আবহাওয়া বা তাপমাত্রা
বাংলাদেশ গরম অঞ্চল, এখানে সাধারণত 10W-40 বা 20W-50 দিয়ে বাইক চালারে সুবিধা হয় কারণ:
- এগুলো গরমে সুরক্ষা ধরে রাখে
- পাতলা অয়েল গরমে বেশি দ্রুত নরম হয়ে যায়
তবে যেসব বাইক কম তাপ উৎপন্ন করে (যেমন Honda Shine, Honda Livo, Yamaha Saluto), তাদের জন্য 10W-30-ই উপযুক্ত।
৩. আপনার বাইকের বয়স বা ইঞ্জিন কন্ডিশন
নতুন বাইক এ ক্লিয়ারেন্স কম থাকে। পাতলা অয়েল দ্রুত ঘোরে তাই সাধারণত 10W-30 বা 10W-40 ভালো। পুরনো বাইক এ ইঞ্জিন গরম বেশি হয়, ক্লিয়ারেন্স বাড়ে তাই 20W-50 অনেক সময় ভালো চলে।
কেন নির্দিষ্ট অয়েল গ্রেড নির্দিষ্ট বাইকের জন্য লাগে?
- প্রতিটি ইঞ্জিন তাপমাত্রা, RPM, পিস্টন গ্যাপ, বিয়ারিং গ্যাপ অনুযায়ী তৈরি তাই গ্রেড ঠিক রাখা লাগে
- অয়েল যদি খুব পাতলা হয় তাহলে ইঞ্জিনে ঘর্ষণ বেড়ে যায় তাই ভুল অয়েল দেওয়া যাবে না
- অয়েল গ্রেড খুব ঘন হলে ইঞ্জিনে লোড বাড়বে যার জন্য মাইলেজ কমে যেতে পারে
- সঠিক ভিসকসিটি থাকে বলেই ইঞ্জিনের ভিতর অয়েল ফিল্ম ঠিকমতো জমে। সেটা না হলে ক্ষয় শুরু হয়।

আপনি কীভাবে নিজের বাইকের জন্য সঠিক অয়েল ঠিক করবেন?
প্রথমে ইউজার ম্যানুয়াল দেখুন, যেটা কোম্পানি বলেছে সেটাই সেরা।
নিজের ব্যবহার ধরন দেখুন
লং রাইড ও হাই আরপিএম: 10W-40
সিটি রাইড: 10W-30
খুব গরমে রাইড বা পুরনো ইঞ্জিন: 20W-50
বাইক যদি তাপ ধরে রাখে
যেমন: Pulsar, Apache, Gixxer
তাহলে 10W-40 বা 20W-50 ভালো।
Full Synthetic vs Semi Synthetic vs Mineral
এগুলো ভিসকসিটির ওপর নয়, তৈরির মানের ওপর নির্ভর করে।সিনথেটিক অয়েল তাপ বেশি সহ্য করে এবং ইঞ্জিনকে পরিষ্কার রাখে।
যদি এক কথায় বলা যায় তাহলে
১০W-৩০ হলো সাধারণ সিটি রাইডিং, কম তাপ উৎপন্ন করা বাইকের জন্য
১০W-৪০ হলো নিত্যদিনের ব্যবহার, মাঝারি হিট বাইক, বেশি আরপিএম বাইকের জন্
২০W-৫০ হলো পুরনো ইঞ্জিন, অতিরিক্ত গরম বাইক, লং রাইড ও হেভি রাইডিং বাইকের জন্য
সিনথেটিক, সেমি-সিনথেটিক আর মিনারেল অয়েলের কথাও আসে এখানে। এগুলো আসলে ভিসকসিটির বিষয় না, বরং অয়েলের মানের পার্থক্য। সিনথেটিক অয়েল তাপ বেশি সহ্য করতে পারে এবং ইঞ্জিনকে অনেক পরিষ্কার রাখে। তাই যদি বাজেট থাকে এবং বাইককে একটু যত্নে রাখতে চান, তাহলে উপযুক্ত Viscosity সিনথেটিক অয়েলই সবচেয়ে ভালো।
সব মিলিয়ে, কোন অয়েল ব্যবহার করবেন সেটার সিদ্ধান্ত আসে তিনটি জায়গা থেকে ইঞ্জিনের ডিজাইন, পরিবেশের তাপমাত্রা, এবং ইঞ্জিনের বয়স বা কন্ডিশন। এসব মিলিয়েই আপনি ঠিক করতে পারবেন আপনার বাইকের জন্য 10W-30,10W-40 না 20W-50 কোনটি সবচেয়ে ভালো হবে। আপনি চাইলে আপনার বাইকের নাম বললে আমি নির্দিষ্ট করে সাজেস্ট করে দিতে পারি কোন গ্রেডটা আপনার জন্য পারফেক্ট হবে।