ইয়ামাহা বাংলাদেশ নভেম্বর টু রিমেম্বার ক্যাশব্যাক অফার ২০২৩

This page was last updated on 21-Jan-2025 04:55pm , By Raihan Opu Bangla

বর্তমানে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্য তালিকার মোটরসাইকেলের নাম উল্লেখ যোগ্য। সহযে যোগাযোগ করার মাধ্যম হিসেবে মোটরসাইকেল অনেক বেশি উপযোগী। এছাড়া কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছানো যায়। আর তার কারণে বাংলাদেশে মোটরসাইকেল কোম্পানি গুলো কাস্টোমারদের জন্য বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে। 

নভেম্বর টু রিমেম্বার


Also Read :  Bajaj Pulsar N250 Price in Bangladesh


ইয়ামাহা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেল ব্র্যান্ড। ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের জন্য অনেক ধরনের অফার নিয়ে হাজির হয়ে থাকে। এবার নভেম্বর মাসে তারা নিয়ে এসেছে নভেম্বর টু রিমেম্বর ২০২৩ ক্যাশব্যাক অফার। 

এই অফারে যা থাকছে -  

ক্যাশব্যাক পরবর্তী অফারমূল্যঃ

  • FZ-S FI V2 মডেলের মূল্য - ২,২৮,০০০ টাকা।
  • FZ-S FI V3 ABS (BS4) - মডেলের মূল্য- ২,৫৫,০০০ টাকা।
  • FZ-S FI V3 ABS (BS6) - ২,৬৫,০০০ টাকা।
  • FZ-S FI V3 ABS Vintage Edition - মডেলের মূল্য ২,৪৯,০০০ টাকা।
  • FZS FI V3 Deluxe - মডেলের মূল্য ২,৭৩,০০০ টাকা।
  • Fazer FI V2 - মডেলের মূল্য ৩,২৫,০০০ টাকা।
  • R15 V3 - মডেলের মূল্য ৪,৮৫,০০০ টাকা।
  • R15 V4 Racing Blue - মডেলের মূল্য ৬,০০,০০০ টাকা।
  • R15 V4 Dark Knight & Metallic Red - মডেলের মূল্য ৫,৯৫,০০০ টাকা।
  • R15M - মডেলের মূল্য ৬,১০,০০০ টাকা।
  • R15 V4 ( Intensity white ) - মডেলের মূল্য ৬,৫০,০০০ টাকা।
  • R15M (Color Meter) - মডেলের মূল্য ৬,৭৫,০০০ টাকা।
  • MT-15 V1 - মডেলের মূল্য ৪,৩০,০০০ টাকা।
  • MT-15 V2 - মডেলের মূল্য ৫,২৫,০০০ টাকা।
  • FZ-X - মডেলের মূল্য ৩,৬০,০০০ টাকা।
  • Saluto 125cc (UBS) - মডেলের মূল্য ১,৫৬,০০০ টাকা।
  • Ray ZR Street Rally 125 FI Scooter - মডেলের মূল্য ২,৭০,০০০ টাকা।

এই ক্যাশব্যাক অফারটি পরবর্তী অফার ঘোষণার পূর্ব পর্যন্ত প্রযোজ্য হবে। অফারটি আপনারা ইয়ামাহা এর যেকোন অথোরাইজড শোরুম থেকে গ্রহণ করতে পারবেন। 

নভেম্বর টু রিমেম্বার

এছাড়া প্রতিটি বাইক এর সাথে কাস্টোমার পেয়ে যাবেন বাইকের মডেল ভেদে বিভিন্ন রকম স্পেশাল ইয়ামাহা টি-শার্ট। তবে স্টক সীমিত হবার কারণে দ্রুত আপনার স্পেশাল টি-শার্টটি পেতে ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেলের দাম, সর্বশেষ খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।