কাওয়াসাকি ৪র্থ বর্ষপূর্তি ডিস্কাউন্ট অফার

This page was last updated on 18-Nov-2023 07:11am , By Raihan Opu Bangla

কাওয়াসাকি পুরো বিশ্ব জুড়ে একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। কাওয়াসাকি তাদের প্রিমিয়াম ও উচ্চ সিসির মোটরসাইকেলের জন্য বেশি জনপ্রিয়। তবে সিসি লিমিটেশন এর জন্য কাওয়াসাকির উচ্চ সিসির মোটরসাইকেল গুলো বাংলাদেশ বিক্রয় করা সম্ভব হয় না। 

কাওয়াসাকি ৪র্থ বর্ষপূর্তি অফার


৪র্থ বর্ষপূর্তি পালন

সম্প্রতি Kawasaki Bangladesh তাদের ৪র্থ বর্ষপূর্তি পালন করছে। এই উপলক্ষ্যে কাওয়াসাকি বাংলাদেশ দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকা ডিস্কাউন্ট। 

কাওয়াসাকি তাদের বাইকে দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকার ডিস্কাউন্ট। Kawasaki Ninja 125 2022 ভার্সনে দিচ্ছে ২০,০০০ টাকার ডিস্কাউন্ট। বর্তমানে এই বাইকটি দুটি কালার বাংলাদেশে এভেইলেবল রয়েছে। 

Kawasaki KLX150 BF বাংলাদেশে অফরোড সেগমেন্টে অন্যতম মোটরসাইকেল। এই বাইকটি অফরোড বা ডার্ট বাইক সেগমেন্টে অন্যতম জনপ্রিয় বাইক। কাওয়াসাকি বাংলাদেশ এই বাইকটিতে দিচ্ছে ১০,০০০ টাকার ডিস্কাউন্ট। 

৪র্থ বর্ষপূর্তি পালন

এশিয়ান মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইতিমধ্যে তারা বাংলাদেশে কাওয়াসাকির ৫০০সিসি মোটরসাইকেল উৎপাদনের অনুমতি পেয়েছে।

তবে এর আগে আমরা দেখতে পেয়েছি যে রানার অটোমোবাইলস লিমিটেড তাদের নিজস্ব কারাখানাতে দেশেই ৫০০সিসির মোটরসাইকেল তৈরি করছে। যদিও এই মোটরসাইকেল গুলো রপ্তানির উদ্দেশ্যই তৈরি করা হয়েছে। 

Kawasaki KLX150 BF Review 


এখন কাওয়াসাকি বাংলাদেশেই তাদের উচ্চ সিসির মোটরসাইকেল তৈরি করবে। যদিও বাংলাদেশের সিসি বাধ্যবাধকতার কারণে এখানে বাইক গুলো রাইড করা যাবে না। তবে আমরা আশা করছি দ্রুত বাংলাদেশের সিসি কে ১৬৫ থেকে বাড়িয়ে ৫০০ সিসি পর্যন্ত করা হবে। 

৪র্থ বর্ষপূর্তি পালন

কাওয়াসাকি বাংলাদেশ তাদের ৪র্থ বর্ষপূর্তি পালন করছে আর সেই সাথে ঈদও চলে এসেছে। তাই আপনি এই ঈদে কাওয়াসাকির ঈদ অফারে আপনার পছন্দের কাওয়াসাকি বাইকটি ক্রয় করতে পারেন। ধন্যবাদ।