desktop
noadd

ইয়ামাহা মোটরসাইকেলের সাথে এসিআই মোটরস এর পথ চলার ৬ বছর!

This page was last updated on 22-Nov-2023 09:50am , By Raihan Opu Bangla

এসিআই মোটরস এবং ইয়ামাহা মোটরসাইকেল পালন করেছে তাদের ৬ষ্ঠ বর্ষপূর্তি। এই গত ছয় বছরে ইয়ামাহা ও এসিআই এক সাথে বাইকারদের জন্য কাজ করে যাচ্ছে। 

ইয়ামাহা মোটরসাইকেল পালন করেছে তাদের ৬ষ্ঠ বর্ষপূর্তি

ইয়ামাহা মোটরসাইকেলের সাথে এসিআই মোটরস এর পথ চলার ৬ বছর!

কিছু দিন আগেই এসিআই সেন্টারে ইয়ামাহা ও এসিআই মোটরস তাদের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে এক গ্রান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিল। এই প্রোগ্রামে ইয়ামাহা রাইডার্স, এসিআই মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তা সহ সাধারণ অনেক বাইকার উপস্থিত ছিল। 

ছয় বছর আগে এসিআই মোটরস এবং ইয়ামাহা এক সাথে যাত্রা শুরু করে। এই ছয় বছরে ইয়ামাহা ও এসিআই মোটরস বাইকারদের জন্য ভিন্ন ভিন্ন ইভেন্ট সহ সামাজিক কর্মকান্ড গুলো অংশ গ্রহণ করেছে। 

এছাড়া ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য তৈরি করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি), সম্প্রতি তারা মেয়েদের জন্য তৈরি করেছে ইয়ামাহা গার্লস ক্লাব, যা ওয়াইআরসি এর একটি সহযোগি ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছে। 

এই ছয় বছরে ইয়ামাহা ঢাকা সহ ভিন্ন ভিন্ন জেলায় রাইডিং ফিয়েস্তা আয়োজন করেছে। এর সাথে সাথে করোনাকালীন সময়ে তারা মাস্ক বিতরন, অক্সিজেন সিলিন্ডার বিতরণ সহ ভিন্ন ভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করেছিল। 

ইয়ামাহা মোটরসাইকেল পালন করেছে তাদের ৬ষ্ঠ বর্ষপূর্তি

২০১৯ সালে তারা বাংলাদেশের সবচেয়ে বড় রাইডিং ফিয়েস্তা কক্স-বাজার রাইডিং ফিয়েস্তা আয়োজন করেছিল। ২০১৭ সালে বাংলাদেশের প্রথম বাইক কার্নিভাল আয়োজন করেছিল ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। 

সকল কিছু নিয়েই ইয়ামাহা তাদের এই ছয় বছরের যাত্রা পার করেছে। এই প্রোগ্রামে এসিআই এর উর্ধ্বতন কর্মকর্তা সহ সাধারণ বাইকাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া ইয়ামাহা সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু পরামর্শ শেয়ার করেন। 

Also Read: জাপানি মোড়কে নকল ইয়ামাহা মোটরসাইকেল দেশে ঢুকছে ভারত থেকেঃ চট্টগ্রাম প্রতিদিন

অপর দিকে এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সুব্রত রঞ্জন দাস বাইকারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এর সাথে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আমরা আশা করব এসিআই মোটরস এর সাথে ইয়ামাহা এর এই যাত্রা অটুট থাকবে। তারা তাদের সিলভার ও গোল্ডেন জুবলী যেন পার করতে পারে। বাইকাবিডির পক্ষ থেকে ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে এসিআই মোটরস কে অভিনন্দন। ধন্যবাদ। 

Latest Bikes

EVE E-Motorcycle

EVE E-Motorcycle

Price: 95000

EVE E-Scooter

EVE E-Scooter

Price: 85000

Revoo C32

Revoo C32

Price: 139900

View all Sports Bikes

Upcoming Bikes

TVS Ntorq 125 Fi

TVS Ntorq 125 Fi

Price: 229900

TVS Raider 125 Fi

TVS Raider 125 Fi

Price: 189900

Maxivo DK 350S

Maxivo DK 350S

Price: 0

View all Upcoming Bikes