খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Bajaj Pulsar N160
This page was last updated on 20-Jan-2025 11:39am , By Raihan Opu Bangla
উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। কিছু দিন থেকে শোনা যাচ্ছে বাংলাদেশে খুব শীঘ্রই Bajaj Pulsar N160 লঞ্চ হতে যাচ্ছে। ২০২৩ সালের প্রথম মডেল হিসেবে এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে।
Also Read: Bajaj Pulsar 150 টুইন ডিস্ক মালিকানা রিভিউ - মো মেহেদী আলম
Bajaj Pulsar N160 হল, Pulsar N250 এর একটি ছোট ভার্সন। যাতে দেয়া হয়েছে ১৬৪.৮ সিসি, এয়ার- এবং অয়েল-কুলড ইঞ্জিন। বাইকটি ১৬০সিসি সেগমেন্টের অন্যতম একটি আকর্ষণীয় মোটরসাইকেল হতে যাচ্ছে।
Pulsar N160 এর ইঞ্জিনের সাথে বর্তমানে পাওয়া যাচ্ছে Bajaj Pulsar NS160 বাইকটির ইঞ্জিনের কোন মিল নেই। এর মানে হচ্ছে Bajaj Pulsar N160 সম্পূর্ণ রূপে নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। এই বাইকটির ইঞ্জিন, আসলে, Bajaj Pulsar N250 ইঞ্জিনের মতই তবে ছোট ভার্সনে তৈরি করা হয়েছে।
ইঞ্জিনে দেয়া হয়েছে দুটি ভাল্ব ও স্ট্রোক কনফিগারেশন যা থেকে ইঞ্জিনটি সর্বোচ্চ 16 BHP এবং 14.7 Nm পিক টর্ক তৈরি করে। যদিও বলা যায় বর্তমানে বাজারে যেসব বাইক রয়েছে তাদের সম পর্যায়ে না হলেও এটি তাদের সাথে প্রতিযোগীতা করতে সক্ষম।
পালসার এন১৬০ এর চ্যাসিসের ক্ষেত্রে যেমন, N160-এর বডিওয়ার্ক N250-এর মতোই। অনেকের কাছে এটি খারাপ মনে হতে পারে, তবে লুকসের দিক থেকে বাইকটি বেশ দারূণ। হেডলাইট অনেক বেশি এগ্রেসিভ, থ্রিডি লোগো যুক্ত জ্বালানী ট্যাঙ্ক এবং এর এক্সটেনশন সহ সাইড ও রিয়ার ভিউ ডিজাইন বেশ চমকপ্রদ।
এই বাইকটির সামনের দিকে দেয়া হয়েছ এলইডি হেডলাইট এবং টেললাইটের ভিতরে ফ্রস্ট ইফেক্ট এবং এর সাথে রয়েছে কালো ক্রোম 3D পালসার লোগো যা বাজাজের বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে।
এখন বিষয় হচ্ছে যে Pulsar N160 বিশেষ করে বর্তমান সেরা 160cc মোটরসাইকেল সেগমেন্টে, অন্যতম একজন প্রতিযোগী হিসেবে নিজে তুলে ধরতে সক্ষম হবে। আমরা আশা করছি যে লুকস, স্টাইল, ডিজাইন ছাড়াও বাইকটি রাস্তায় পারফর্মেন্সেও সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।
Also Read: Bajaj Avenger Street 150 First Impression
আপনি যদি এই বাইকটি সম্পর্কে আরও জানতে চান, তাহলে অনুগ্রহ করে আপনার এলাকার নিকটতম বাজাজ মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। আর সকল নতুন তথ্য ও টিপস পেতে বাইকবিডির ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।