ইয়ামাহা সারা দেশে আয়োজন করতে যাচ্ছে Yamaha FZ-X টেস্ট রাইড ইভেন্ট

This page was last updated on 09-Oct-2025 05:49pm , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল দৈনন্দিন যাত্রায় প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। এছাড়া প্রতিদিনের যাতায়াতে মোটরসাইকেলের ব্যবহার বেড়েই চলেছে। বাংলাদেশে প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা এর লাইন আপে রয়েছে দারূণ সব মোটরসাইকেল। এই মোটরসাইকেল গুলোর ভেতর অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Yamaha FZ-X ।

Yamaha FZ-X টেস্ট রাইড ইভেন্ট

Yamaha FZ-X টেস্ট রাইড ইভেন্ট

রেট্রো লুকস, ডিজাইন এবং স্টাইলে এই বাইকটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই সেগমেন্টে বাইকটি বাইকারদের কাছে অনেক বেশি জনপ্রিয় একটি মোটরসাইকেল। সম্প্রতি ইয়ামাহা ঘোষণা দিয়েছে যে, এই বাইকটির একটা টেস্ট রাইড ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে।

সারা দেশে মানে উত্তর এবং দক্ষিণ দুই জোনেই তারা আয়োজন করতে যাচ্ছে এই টেস্ট রাইড। স্টেট রাইড গুলো অনুষ্ঠিত হবে কয়েকটি নির্দিষ্ট জোন এবং শোরুমে।

আগামী ১১ – ১২ অক্টোবর ২০২৫ তারিখে নির্দিষ্ট শোরুম ও এরিয়াতে আয়োজিত হতে যাচ্ছে Yamaha FZ-X টেস্ট রাইড ইভেন্ট। যেখানে টেস্ট রাইড অনুষ্ঠিত হবে তার তালিকা –

টেস্ট রাইডের স্থানসমূহ (উত্তর) -

  • রংপুর - Classic Motors (১১/১০/২৫)
  • শঠিবাড়ী - Bike Center (১২/১০/২৫)
  • কেশরহাট - Haque Riders (১৩/১০/২৫)
  • রাজশাহী - Ghost Riderz Station (১৪/১০/২৫)
  • নাটোর - Anaam Motors (১৫/১০/২৫)
  • বগুড়া - Uttara Bike Center (১৬/১০/২৫)
  • সৈয়দপুর, দিনাজপুর - Razib Motors (১৭/১০/২৫)
  • চিরিরবন্দর, দিনাজপুর - Moto Mart (১৮/১০/২৫)
  • বগুড়া - Arish Motors (১৮/১০/২৫)
  • পাবনা - Raju Motors (১৮/১০/২৫)

টেস্ট রাইডের স্থানসমূহ (দক্ষিণ) - 

  • সাতক্ষীরা - Prestige Motors (১১/১০/২৫)
  • খুলনা - RINS Consortia (১২/১০/২৫)
  • বাগেরহাট - Ayaan Motors (১৩/১০/২৫)
  • বরিশাল - A One Motors (১৪/১০/২৫)
  • মাদারীপুর - Goura Motors (১৫/১০/২৫)
  • ফরিদপুর - Jannat Motors (১৬/১০/২৫)
  • কুষ্টিয়া - A S Motors (১৭/১০/২৫)
  • ঝিনাইদহ - Yes Motors (১৮/১০/২৫)
  • যশোর - S R Orion (১৯/১০/২৫)

নির্দিষ্ট দিনে এবং তারিখে অনুষ্ঠিত হবে এই টেস্ট রাইড। তবে টেস্ট রাইডে অংশ নিতে অবশ্যই আগে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরন করতে হবে। সেখানে জায়গা ও তারিখ উল্লেখ করতে হবে। তারপর আপনার কাছে একটি বার্তা পৌছে যাবে। তারপর নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে বাইকটি টেস্ট রাইড করতে পারবেন। 

এছাড়া বিস্তারিত জানতে ও ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে আপনার কাছাকাছি ইয়ামাহা অথোরাইজড শোরুমে যোগাযোগ করতে পারেন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর ও বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।