এখন কুইজ খেলে জিতে নিতে পারেন টেইলজি এফ৭১ ইলেক্ট্রিক স্কুটার
This page was last updated on 11-Nov-2025 12:56pm , By Arif Raihan Opu
বাংলাদেশে বর্তমানে ইলেক্ট্রিক ভেহিকল (ইভি) এর চাহিদা অনেক বেড়ে গিয়েছে। এছাড়া বর্তমানে অনেক গুলো আন্তর্জাতিক মানসম্মত ইভি ব্র্যান্ড বাংলাদেশে রয়েছে। এই ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম ব্র্যান্ড হচ্ছে টেইলজি।

টেইলজি বাংলাদেশ ওয়েবসাইট লঞ্চ
টেইলজি মুলত ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড। তাদের বর্তমানে অনেক গুলো ইলেক্ট্রিক স্কুটার রয়েছে। যেই স্কুটার গুলো স্টাইল, এবং পারফর্মেন্সে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। টেইলজি মুলত একটি চায়নিজ ইভি ব্র্যান্ড যারা টু-হুইলার, থ্রি-হুইলার সহ বিভিন্ন ধরনের ইলেক্টিক ভেহিকল তৈরি করে থাকে।
সম্প্রতি তারা বাংলাদেশের কাস্টমারদের জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করেছে। এখন কাস্টমার চাইলে টেইলজির সকল মডেল এক সাথে দেখতে পারবেন। এছাড়া মডেল গুলোর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত ও দামও এখান থেকেই জানতে পারবেন।

এছাড়া ওয়েবসাইট থেকে কাস্টমার মডেলের ভেতর কম্পেয়ার করতে পারবেন এবং দামের সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। এতে করে সময় ও ব্যয় অনেকাংশে কমে যাবে। সেই সাথে কাছের টেইলজি শোরুম সম্পর্কেও জানতে ও ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন।


অপরদিকে গ্রামীনফোনে চলছে কুইজমুইজ অফার। এখানে কুইজ খেলে আপনি জিতে নিতে পারবেন একটি TailG F71 ইলেক্ট্রিক স্কুটার। তাই দেরি না করে আজই অংশ গ্রহণ করে জিতে নিন আপনার টেইলজি স্কুটার।
ইলেক্ট্রিক ভেহিকল বা স্কুটার সাধারণ খরচ কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ইজি টু রাইড ও কম মেইনটেনেন্স হবার কারনেও অনেকে বর্তমানে ইলেক্ট্রিক ভেহিকল ব্যবহার করে থাকেন।
আপনার দৈনন্দিন জীবনের যাতায়াতে ইলেক্ট্রিক স্কুটার হতে পারে অন্যতম একটি অপশন। আর সেটা হতে পারে টেইলজি ইলেক্ট্রিক স্কুটার। টেইলজি সম্পর্কে বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।
মোটরসাইকেল অথবা ইভি সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।