করোনাভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে? নির্মূলের উপায়

This page was last updated on 13-Jul-2024 02:19am , By Ashik Mahmud Bangla

করোনাভাইরাস কি সেটা আমরা সবাই জানি। কিন্তু আপনি জানেন কি করোনাভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে? কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের গায়ে প্রায় ৪৮ ঘণ্টা টিকে থাকতে পারে এই ভাইরাস। তবে এটি নির্মূলের বেশ কিছু উপায় রয়েছে। করোনাভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে সেটা জানার আগে আমাদের জানতে হবে ড্রপলেট সম্পর্কে। 

করোনাভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে? নির্মূলের উপায়

ড্রপলেট কি এবং ড্রপলেটে কি থাকে?

আমরা সবাই জানি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সময় তার নাক ও মুখ দিয়ে যে জলীয় কণা বা ড্রপলেট বাতাসে বের হয়ে আসে তার মাধ্যমে কোভিড-১৯ ছড়িয়ে পড়তে পারে।

বিজ্ঞানীরা বলছেন, মাত্র একবারের কাশি থেকেই বের হতে পারে এরকম ৩০০০ ড্রপলেট। ড্রপলেটের এই কণা গিয়ে পড়তে পারে আরেকজনের গায়ে, কাপড়ে এবং আশপাশের জিনিসের উপর। তবে কিছু ক্ষুদ্র কণা থেকে যেতে পারে বাতাসেও।

করোনাভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে?

বিজ্ঞানীদের মতে কোভিড-১৯ কতক্ষণ বেঁচে থাকবে তা নির্ভর করে এটি কোন ধরনের বস্তুর গায়ে পড়েছে তার উপর। করোনাভাইরাস একেক জায়গায় একেক রকম সময় বেঁচে থাকতে সক্ষম। 

১- আপনি জানলে অবাক হবেন দরজার শক্ত হাতল, লিফটের বাটন এবং কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের গায়ে প্রায় ৪৮ ঘণ্টা টিকে থাকতে পারে। 

২- গবেষণায় দেখা গেছে সহায়ক পরিবেশে সব ধরনের করোনাভাইরাস এক সপ্তাহও বেঁচে থাকতে পারে। 

৩- কাপড়ের মতো নরম জিনিসের গায়ে এটি এত লম্বা সময় বেঁচে থাকতে পারে না। ফলে আপনি যে কাপড়টি পরেছেন এবং তাতে যদি ওই ভাইরাসটি থাকে, জামাটি একদিন কিংবা দু'দিন না পরলে সেখানে ভাইরাসটি জীবিত থাকার আর সম্ভাবনা নেই।

  

৪- গবেষণায় দেখা গেছে আরো যেসব করোনাভাইরাস আছে, যেমন সার্স ও মার্স, সেগুলো লোহা, কাঁচ এবং প্লাস্টিকের গায়ে ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। 

৫- আবার কোনো কোনো ভাইরাস ঠাণ্ডা জায়গায় ২৮ দিনও বেঁচে থাকতে পারে। 

৬- ক্ষুদ্র ড্রপলেটে, যার আকার ১ থেকে ৫ মাইক্রোমিটার (মানুষের চুলের ৩০ গুন চিকন) সার্স ভাইরাস কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের একজন ভাইরোলজিস্ট নিলৎজে ফান ডোরমালেন তার সহকর্মীদের নিয়ে গবেষণা চালিয়ে দেখেছেন কোভ-২ বা সার্স ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে। তাতে দেখা গেছে, কাশি দেওয়ার পর থেকে ড্রপলেটের মধ্যে এই ভাইরাসটি তিন ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু এখনও পরিষ্কার নয় যে কোভিড-১৯ এর জীবাণু মানবদেহের বাইরে কতক্ষণ বেঁচে থাকতে পারে। 

নির্মূলের উপায়ঃ

১- গবেষণায় দেখা গেছে করোনাভাইরাসকে এক মিনিটেই নিষ্ক্রিয় করে ফেলা সম্ভব। এর জন্য ব্যবহার করতে হবে ৬২-৭১% এলকোহল মিশ্রিত তরল পদার্থ। 

২- ০.৫ শতাংশ হাইড্রোজেন প্রিঅক্সাইড এবং ০.১% সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো ব্লিচ দিয়েও করোনাভাইরাস নির্মূল করা সম্ভব। 

৩- উচ্চ তাপমাত্রা ও আদ্রতার কারণেও অন্যান্য করোনাভাইরাসের দ্রুত মৃত্যু হতে পারে। 

৪- দেখা গেছে সার্সের জন্যে দায়ী করোনাভাইরাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না। আশাকরি আমরা সবাই এখন আরো বেশি সচেতন হবো। নিজেরা সচেতন থাকলেই ভালো থাকবে নিজের পরিবার।