ভালো মানের এলইডি লাইট বাইকের জন্য কি কি আছে ? বিস্তারিত
This page was last updated on 31-Jul-2024 01:30pm , By Raihan Opu Bangla
চলছে শীতকাল আর শীতের রাতে বাইকের এলইডি লাইট যদি ভালোমানের না হয় সেক্ষেত্রে বাইক চালানো অনেক কষ্টের একটা কাজ হয়ে যায় । বাজারে বিভিন্ন ব্রান্ডের ভালো মানের বাইকের এলইডি লাইট আছে কিন্তু সব লাইট আমি ব্যবহার করে দেখি নি। আজ আমি আপনাদের সামনে এমন কিছু বাইকের এলইডি লাইট তুলে ধরছি যেগুলো আমি দীর্ঘদিন ব্যবহার করেছি এবং লাইটগুলো বেশ ভালো পারফর্ম করেছে। লাইটগুলোর দাম কিছুটা কম বেশি হতে পারে।
ভালো মানের এলইডি লাইট
1- Motoled M8 Headlight
কম দামের মধ্যে যদি কেউ ভালো মানের এলইডি লাইট বাইকে লাগাতে চান তাহলে Motoled M8 Headlight দেখতে পারেন। লাইটটি আমি দীর্ঘদিন ব্যবহার করেছি এবং বেশ ভালো ছিল এলইডি লাইটটি।
Motoled m8 price in bangladesh
Motoled M8 Headlight টির দাম ৮৫০/ থেকে ১১০০/ টাকার মধ্যে। তবে লাইট যেটাই কিনেন অরজিনাল লাইট ব্যবহার করার চেষ্টা করুন, কিছু টাকা সেভ করতে গিয়ে কম দামি লাইট কিনলে যেটা আপনার বাইকের ব্যাটারির ক্ষতি করতে পারে।
2- Novsight-A397-F06-H4
বাংলাদেশের বাজারে গাড়ি হউক অথবা বাইক Novsight এর লাইট খুব জনপ্রিয়।Novsight-A397-F06-H4 মডেলের লাইটটি আমি আমার বাইকে দীর্ঘদিন ব্যবহার করেছি, হাইওয়ে অথবা সিটি লাইটের আলো বেশ ভালো সাপোর্ট দিয়েছে।
Novsight f06 price in bangladesh
এই এলইডি লাইট এর অফিসিয়াল বাজার মূল্য 1,800.00 (per piece)
3-Nighteye-A315-S2-H4
বাইকের জন্য Nighteye-A315-S2-H4 লাইটটি আমাদের দেশের বাজারে বেশ জনপ্রিয়। অধিকাংশ বাইকেই লাইটি বেশ ভালো সাপোর্ট দিয়েছে আমাদের দেশে। হাইওয়ে অথবা সিটিতে এই লাইটটির আলো আশাকরি আপনার ভালো লাগবে।
Nighteye led headlight price in bangladesh
এই লাইটটির Lumen: 9000LM/Set(4500LM/Each Bulb), অফিসিয়ালি লাইটটির বাজার মূল্য 1,200.00 (per piece)
4-Moto LED Headlight
যাদের বাজেট একেবারে কম কিন্তু একটা এলইডি লাইট অনেক প্রয়োজন তারা Moto LED এর নরমাল লাইটগুলো দেখতে পারেন। হলুদ সাদা উভয় রং এর পাওয়া যায়, দোকান এবং প্রোডাক্ট এর মানের উপর ভিত্তি করে Moto LED এর বিভিন্ন রকম দাম হয়ে থাকে। বংশাল এবং মিরপুরে ৩৫০ টাকা থেকে শুরু ৬০০ টাকার মধ্যে Moto LED এর নরমাল লাইটগুলো আপনারা কিনতে পারবেন।
একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন বাইকে যেই লাইট ব্যবহার করেন না কেনো যদি সেটার মধ্যে রিলে দেয়া না থাকে তাহলে অবশ্যই রিলে দিয়ে হেডলাইট লাগাবেন। বর্তমান সময়ে নতুন মডেলের লাইটগুলোতে স্টক রিলে থাকে তাই আলাদা রিলে ব্যবহার করতে হয় না। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন এবং ভালোমানের হেলমেট ব্যবহার করুন।