GPX Demon 165RR Yellow Color এর প্রি-বুকিং শুরু হয়েছে

This page was last updated on 31-Jul-2024 08:26am , By Raihan Opu Bangla

GPX বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। GPX মুলত তাদের স্পোর্টস সেগমেন্টের বাইকের জন্য জনপ্রিয়। GPX সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে GPX Demon। বর্তমানে তারা GPX Demon 165RR Yellow Color এর প্রি-বুকিং নেয়া হচ্ছে।

gpx-demon-165rr-price-in-bangladesh-bikebd

বাংলাদেশে GPX এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে স্পীডোজ লিমিটেড। শুরতে তারা বাংলাদেশে লঞ্চ করেছিল GPX Demon GR165R।

বাইকটি লঞ্চের পর বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। মুলত GPX Demon এর ইউনিক লুকস, ডিজাইন ও স্টাইলের কারণে বাইকটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করেছে। 

৬ষ্ঠ ঢাকা বাইক ২০২২, এ স্পীডোজ বাংলাদেশে লঞ্চ করেছে ডেমন এর নতুন একটি ভার্সন GPX Demon GR165RR। এই বাইকটিতে নতুন কালার গ্রাফিক্স ছাড়াও বাইকটির ইঞ্জিনের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে। ইঞ্জিনটিতে বর্তমানে যুক্ত করা হয়েছে চারটি ভালব। 

সম্প্রতি তারা এই বাইকটির নতুন একটি কালার গ্রাফিক্স নিয়ে এসেছে। আর সেটি হচ্ছে GPX Demon 165RR Yellow Color। স্পীডোজ বর্তমানে বাইকটির প্রি-বুকিং নেয়া শুরু করেছে। প্রি-বুকিং এর ক্ষেত্রে তারা একটি আকর্ষণীয় অফারও প্রদান করছে। 

gpx-demon-165rr-yellow-color-in-bangladesh

বাইকটি প্রি-বুকিং এর ক্ষেত্রে মাত্র ৫০,০০০/- টাকা দিয়ে বাইকটি প্রি-বুক করা যাবে। যারা প্রি-বুকিং করবেন তারা পাবেন এক্ষেত্রে ১০,০০০ টাকা ছাড়া। বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৩,৭৯,৯৯৯/- টাকা। 

আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত এই প্রি-বুকিং ও অফার চলবে। আগামী ২০ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে বাইক ডেলিভারী শুরু হবে।

বাইক প্রি-বুকিং অথবা বাইকটি সম্পর্কে আরও জানতে আপনার নিকটস্থ GPX মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।