এপ্রিলিয়া স্কুটার এখন অফিশিয়ালি বাংলাদেশে
This page was last updated on 18-Jan-2025 12:45pm , By Saleh Bangla
বিশ্বের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি হচ্ছে এপ্রিলিয়া। কেআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে অফিশিয়ালি নিয়ে আসছে এপ্রিলিয়া স্কুটার । কেআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড হচ্ছে সেই মোটরসাইকেল কোম্পানি যারা অফিশিয়ালি ভেসপা এবং এপ্রিলিয়া দুটোই ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসছে। এপ্রিলিয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি যারা ১০০০সিসি উপরের মোটরসাইকেলের জন্য বিখ্যাত। যদি আপনি ঢাকা বাইক শো ২০১৮ ভিজিট করে থাকেন তবে আপনি আমাদের প্যাভিলিয়েনের ব্যাক ড্রপে এপ্রিলিয়া আরএস৪ভি এর একটি ছবি দেখে থাকবেন। বেশির ভাগ এপ্রিলিয়ার ইঞ্জিন ১০০০-১২০০সিসি সেগমেন্টের। কিন্তু ইন্ডিয়ার মার্কেটের জন্য তারা দুটি স্কুটার তৈরি করেছে ১২৫ এবং ১৫০সিসির।
Also Read: Liban Laurette Plus Price In BD
এপ্রিলিয়া স্কুটার এখন অফিশিয়ালি বাংলাদেশে
এপ্রিলিয়া এসআর ১৫০ এটি একটি ১৫৫সিসি ইঞ্জিন বিশিষ্ট স্কুটার। ইঞ্জিন থেকে ১০.৩ বিএইচপি এবং ১১.৪ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা উতপন্ন হয়। এই স্কুটারটিতে রয়েছে ১৪ ইঞ্চির এলয় হুইলস এবং টিউবলেস টায়ার। এপ্রিলিয়া ইন্ডিয়া দাবী করছে যে এটি প্রায় ৩৮কিমি প্রতি লিটার মাইলেজ দেবে। স্কুটারটিতে কোন গিয়ার নেই কিন্তু সিভিটি ট্রান্সমিশন এবং এলয় হুইল দেয়া হয়েছে।

Also Read: Best 160cc Maxi Scooter Bikes In Bangladesh At A Glance
স্কুটারটি বেল্ট ড্রাইভ বিশিষ্ট এবং ইঞ্জিনটি কার্বুরেটর। আপ ফ্রন্ট ২২০মিমি ডিস্ক ব্রেক এবং রেয়ার এ ১৪০মিমি ড্রাম ব্রেক। সামনের দিকে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ারে হাড্রোলিক শক এভজভার। সামনে এবং পেছনে দু জায়গাতেই ১২০ সেকশন টায়ার দেয়ার হয়েছে। স্কুটারটির ওজন হচ্ছে ১২২কেজি এবং ৬.৫লিটার ফুয়েল নেয়া যায় ফুয়েল ট্যাঙ্কে। স্কুটারের সামনের দিকে হ্যালোজেন হেডলাইটস এর সাথে দুটি বাল্ব দেয়া হয়েছে। স্কুটারটি তিনটি কালারে এভেইলেবল হবে সাদা, লাল এবং সবুজ। স্কুটারটির দাম ধরা হয়েছে ২,৩৫,০০০ টাকা।

Also Read: ৩ লক্ষ টাকার মধ্যে এপ্রিলিয়া বাইক এর দাম | বাইকবিডি September 2023
এপ্রিলিয়া এসআর ১৫০ রেস এই স্কুটারটি সেম এসআর ১৫০ এর মত। তবে স্কুটারটিতে এসবিকে মটোজিপি কালার স্কিমে পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ২,৪২,০০০ টাকা। এপ্রিলিয়া এসআর ১২৫ এপ্রিলিয়া এসআর ১২৫ স্কুটারটি ১২৫সিসি বিশিষ্ট এয়ার কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে প্রায় ৯.৩ বিএইচপি এবং ৯.৯ এনএম টর্ক উতপন্ন হয়। এছাড়া বাকি সব কিছুই একদম এসআর ১২৫ এর মত। এই স্কুটারটি দাম ধরা হয়েছে ১,৮৩,০০০ টাকা।
Also Read: ২ লক্ষ টাকার মধ্যে এপ্রিলিয়া বাইক এর দাম
বর্তমানে প্রত্যেক স্কুটারের সাথে প্রত্যেক কাস্টমার ৫ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন এর সাথে থাকছে ৬টি ফ্রি সার্ভিসিং। যদি আপনি এই রমজানে এপ্রিলিয়ার কোন স্কুটার কিনে থাকেন তবে আপনি প্রত্যেক স্কুটারের সাথে পাবেন ফ্রি রেজিস্ট্রেশন অফার। Showroom:Hafsa Mart 118, Shohid Tajuddin Ahmed Soroni, Moghbazar, Dhaka Mobile: 01783860511 Vespa BD 28, New Eskaton, Dhaka. Mobile: 01932003003
