ইয়ামাহা ঈদ গিফট এবং এপ্রিল মাসের ক্যাশব্যাক অফার
This page was last updated on 22-Jan-2025 08:10am , By Raihan Opu Bangla
ইয়ামাহা বাংলাদেশ ঈদ উপলক্ষ্যে দিচ্ছে ঈদ গিফট কার্ড এবং সেই সাথে এপ্রিল মাস উপলক্ষ্যে দিচ্ছে ক্যাশব্যাক অফার। ঈদ উপলক্ষ্যে ইয়ামাহা নিয়ে এসেছে এই অফার।
ঈদ পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব। ইয়ামাহা তাদের সিলেক্টেড কিছু মডেলের বাইকের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার।
ইয়ামাহা তাদের প্রিমিয়াম মোটরসাইকেলের জন্য জনপ্রিয়। এসিআই মোটরসাইকেল বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা দিচ্ছে সর্বোচ্চ ৩৫,০০০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস বাইক হচ্ছে Yamaha R15 V3, এই বাইকটিতে দেয়া হচ্ছে ৩৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
এছাড়া XSR 155 রেট্রো ডিজাইনের বাইকটিতে দিচ্ছে ২৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার এবং সেই সাথে নেকেড স্পোর্টস MT15 বাইকটিতে দেয়া হচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক।
Also Read: ইয়ামাহা এক্সটিজেড১২৫ ফিচার রিভিউ
Yamaha FZS V3 Fi ABS বাইকটিতে এসিআই দিচ্ছে ২,০০০ টাকা এবং Fazer Fi V2 বাইকটিতে দেয়া হচ্ছে ১০,০০০ টাকার ক্যাশব্যাক।
Yamaha Ray ZR Street Rally 125 Fi First Impression Review
এছাড়া ইয়ামাহার FZ-S Fi V2, Ray ZR Street Rally 125 Fi Scooter, এবং Saluto 125cc বাইক গুলোতে দেয়া ক্যাশব্যাক অফার।
অপর দিকে মুকসুদপুর, গোপালগঞ্জ এলাকায় ইয়ামাহা তাদের নতুন একটি শোরুম উদ্বোধন করেছে। নতুন এই শোরুমটি তানিজ মোটরস এর ব্যানারে উদ্বোধন করা হয়েছে। গত মাসে ইয়ামাহা ঢাকায় তাদের সবচেয়ে বড় ফ্ল্যাগশীপ শোরুম উদ্বোধন করেছে।
আমরা আশা করছি এসিআই মোটরস খুব শীঘ্রই Yamaha R15M এবং R15 V4 বাইক দুটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করবে। আশা করা যাচ্ছে ঈদের আগেই বাইক দুটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। ধন্যবাদ।