উত্তরা মোটরস লিমিটেড - Power Packed Pulsars Offer 2019 | বাইকবিডি

This page was last updated on 11-Jul-2024 07:52am , By Ashik Mahmud Bangla

উত্তরা মোটরস লিমিডেট বাংলাদেশে অফিসিয়ালি বাজাজের বাইকগুলো আমদানী করে। সম্প্রতি সময়ে উত্তরা মোটরস তাদের জনপ্রিয় বাইক বাজাজ পালসার ১৫০ এবং এন এস ১৬০ তে দাম কমিয়েছে। তারা এই দামগুলি কমিয়েছে তাদের জনপ্রিয় পালসার মডেলের তিনটি বাইকের জন্য।

 বাজাজের পালসারের সিরিজটি বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয়। দীর্ঘ অনেক বছর ধরে পালসার বাইকটি বাইকপ্রেমীদের মনে জায়গা দখল করে আছে। পালসার বাইকটি যে শুধু তরুনদের কাছে জনপ্রিয় এমনটা কিন্তু নয়, এই বাইকটি সব বয়সী মানুষের মনে জায়গা করে নিয়েছে।

Power Packed Pulsars Offer 2019

ModelOld PriceNew Price
NS1602,04,9001,96,900
Pulsar 150 Twin disc1,86,9001,82,900
Pulsar 150 Single disc1,74,9001,70,900


এই অফারগুলো থাকছে বাজাজের সকল ডিলার পয়েন্টে। বাজাজ পালসার ইউজে ৪.৫ এর নতুন সংস্করনে ৪,০০০ টাকা দাম কমানো হয়েছে। বাইকটির পূর্ব মূল্য ছিলো ১,৭৪,৯০০ টাকা। দাম কমানোর পর বাইকটির বর্তমান মূল্য ১,৭০,৯০০ টাকা। সম্প্রতি সময়ে উত্তরা মোটরস বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন মডেলের পালসার বাইক ইউজে ৫। বাইকটি আগের পালসার বাইকগুলো থেকে বেশ আলাদা। 

Also Read: Pulsar Stuntmania – নবম পর্ব ও বিস্তারিত

বাইকটির সামনে এবং পিছে ব্যবহার করা হয়েছে প্রশস্থ চাকা, যেটি আগের পালসার বাইকগুলোতে ছিলোনা। আগের পালসার ইউজে সিরিজের বাইকগুলো ছিলো সিংগেল ডিস্কের কিন্তু নতুন এই বাইকটি ডুয়েল ডিস্কের, যা আপনার নিরাপদ ব্রেকিং নিশ্চিত করবে।

Bajaj Pulsar NS160 Review - In Depth Road Test Report

বাইকটির স্পীডোমিটার, সিট, চ্যাসিস সব নতুনভাবে ডিজাইন করা হয়েছে। নতুন এই বাইকটি আপনাকে কিছুটা পালসার ১৮০ সিসির স্পোর্টি ফিল দিবে। বাইকটির পূর্ব মূল্য ছিলো ১,৮৬,৯০০ টাকা দাম কমানোর পর বাইকটির বর্তমান মূল্য ১,৮২,৯০০ টাকা। 

বাজাজ পালসার এনএস বাইকটি প্রায় অনেকদিন আগে বাংলাদেশে আসে। বাইকটি তরুন প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলে, কিন্তু অনেকেই বাইকটির চিকন চাকা নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিলো। পরবর্তিতে বাজাজ তাদের এনএস ১৬০ বাইকটি আপডেট করে বাজারে আনে। যাতে ব্যবহার করা হয় মোটা চাকা এবং রিয়ার ডিস্ক ব্রেক। 

বাইকটির পূর্ব মূল্য ছিলো ২,০৪,৯০০ টাকা। দাম কমানোর পর বাইকটির মূল্য ১,৯৬,৯০০ টাকা। এই ডিসকাউন্টটি এনএস প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বাজাজের এই ডিস্কাউন্ট অফারগুলো অনেক বাইকপ্রেমী মানুষের তার পছন্দের বাইক কিনতে অনেক বেশি সাহায্য করবে। আমরা আশা করি বাজাজ মোটরসাইকেলস বাইকারদের জন্য সব সময় এমন আকর্ষনীয় অফারগুলো নিয়ে আসবে।

Latest Bikes

Honda Grom 2019

Honda Grom 2019

Price: 0

Honda Grom 50

Honda Grom 50

Price: 0

Honda Gyro

Honda Gyro

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes