Honda SP125 ১২,০০০ কিলোমিটার চালানোর অভিজ্ঞতা - সাদ
This page was last updated on 15-Sep-2025 06:16pm , By Md Kamruzzaman Shuvo
আমি মোঃ সাদ , আমি বর্তমানে ব্যবহার করছি Honda SP125 বাইকটি । আজ আপনাদের সাথে আমি আমার এই বাইকটির রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।

বাইক কেনার দিনটা ছিল ভোলার নয়। আব্বু শুরুতে অটোতে করে শো-রুমে গিয়েছিলেন, কারণ তিনি চাননি আমি স্পোর্টস বাইকে উঠি। পরে আমি আর আমার খালাতো ভাই বাইকে করে শো-রুমে যাই। বাইক কেনার পর আমি খালাতো ভাইয়ের স্পোর্টস বাইক চালিয়ে আসি আর আব্বুকে আমার খালাতো ভাই নতুন বাইকে করে নিয়ে আসে। এই ঘটনাটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এখন পর্যন্ত আমি বাইকটি ১২,০০০+ কিলোমিটার চালিয়েছি। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয়নি, এমনকি সার্ভিসেরও তেমন প্রয়োজন পড়েনি। বলতে গেলে বাইকটি ঝামেলামুক্ত।

ভালো দিকগুলো -

- অসাধারণ মাইলেজ
- চওড়া সিট যা আরামদায়ক
- স্মার্ট সুইচ সেটআপ
- ভালো হ্যান্ডেলিং
- দারুণ ইঞ্জিন পারফরম্যান্স
উন্নতির জায়গা -
- পেছনের সাসপেনশন আরও ভালো মানের হলে ভালো হতো
- মিটারে RPM শো করার ফিচার থাকলে বাড়তি সুবিধা হতো
- টেইললাইট LED হলে লুকস ও ভিজিবিলিটি বাড়তো
- ইঞ্জিন গার্ড এড করলে সেফটি আরও নিশ্চিত হতো
Also Read: Motorcycle Price In Bangladesh
মাইলেজ -
- সিটি রাইড: প্রায় ৫৫ কিমি/লিটার +
- হাইওয়ে রাইড: প্রায় ৬৫ কিমি/লিটার +
মাইলেজের দিক থেকে বাইকটি নিঃসন্দেহে সেরা। সিটি রাইড এককথায় আরামদায়ক। লং রাইড - এখানে কিছুটা সমস্যা রয়েছে পিলিয়ন নিয়ে রাইড করা রাইডারের জন্য আরামদায়ক নয় । সিঙ্গেল রাইডেও পেছনের সাসপেনশনের কারণে রাইডারের কোমরে চাপ পড়ে । আমার বাজেটের মধ্যে শো-রুমে থাকা সব বাইক বিবেচনায়, ওভারঅল পারফরম্যান্সের দিক থেকে Honda SP125-ই ছিল সেরা।
Also Read: Honda Bike Price in Bangladesh
অন্য বাইকগুলোর ওভারঅল পারফরম্যান্স আমার প্রত্যাশা অনুযায়ী ছিল না, তাই এই বাইকই আমার ফাইনাল চয়েস। যদি কারো প্রাধান্য হয় মাইলেজ, ইঞ্জিন পারফরম্যান্স আর লং টার্ম রিলায়াবিলিটি, তাহলে Honda SP125 নিঃসন্দেহে একটি সাজেস্ট করার মতো বাইক।
আমার কাছে এই বাইকটি একটি নির্ভরযোগ্য ও আস্থাশীল বাইক। এই সেগমেন্টে যারা কিনবেন তারা হতাশ হবেন না। আমার রেটিং: ৯/১০ । Honda SP125 হলো এমন একটি বাইক যা দীর্ঘমেয়াদী ব্যবহার, সাশ্রয়ী মাইলেজ ও ঝামেলামুক্ত রাইডিং এক্সপেরিয়েন্স খুঁজছেন তাদের জন্য পারফেক্ট। ধন্যবাদ ।
লিখেছেনঃ মোঃ সাদ
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
