Suzuki Gixxer Monotone ব্যবহারকারীর রিভিউ ও বাস্তব অভিজ্ঞতা - রিমন
This page was last updated on 30-Aug-2025 06:59pm , By Shuvo Bangla
আমি রিমন , আজ আমি আমার ব্যবহৃত বাইক Suzuki Gixxer Monotone নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না প্রিয় গ্রুপ BikeBD এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মত একটি বাইকার বান্ধব প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তাদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা।

আমি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক Suzuki Gixxer Monotone (2022 Model) ব্যবহার করছি। এই বাইকটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে বাজারে জায়গা করে নিয়েছে। বাইকটিকে আমি মজা করে ডাকি "পাগলা ঘোড়া"। এখন পর্যন্ত বাইকটির সার্ভিস নিয়ে আমি বেশ সন্তুষ্ট।
Also Read: Motorcycle Price In Bangladesh

বাইক কেনার দিন -
আলহামদুলিল্লাহ, জীবনের প্রথমবার নিজের ইনকামের টাকায় বাইক কেনার অনুভূতি বলে বোঝানো কঠিন। আমার বেস্ট ফ্রেন্ড, গার্ডিয়ান এবং সবকিছু আমার বড় ভাইয়া, তিনি আমার সাথে ছিলেন রেনকন মোটরস, তেজগাঁও শোরুমে। বাইক হ্যান্ডওভার করার সময় শোরুম থেকে আমাকে যখন বলা হলো "এখন থেকে আপনি বাইকের মালিক, টেস্ট ড্রাইভ দিন", তখন আমি চাবি ভাইয়ার হাতে দিয়ে বললাম "প্রথম গিয়ার তুমি দাও ভাইয়া"। ভাইয়ার মুখের খুশির হাসিটা আমি সারাজীবন মনে রাখব।

কত কিলোমিটার চালিয়েছি এবং সার্ভিস যেমন পাচ্ছি -
এখন পর্যন্ত ২৪,৮০০+ কিলোমিটার চালিয়েছি। সার্ভিস নিয়ে বলব আমার প্রত্যাশার থেকেও বেশি ভালো অভিজ্ঞতা পাচ্ছি।
যে দিকগুলো ভালো লেগেছে এবং উন্নতির প্রয়োজন
ভালো লেগেছে –
- আকর্ষণীয় লুক
- কার্বুরেটর ইঞ্জিন হিসেবে ভালো মাইলেজ
- দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী
উন্নতির জায়গা –
- হেডলাইট আরও উন্নত হওয়া উচিত (এলইডি দেওয়া দরকার)
- সাসপেনশন আরও আরামদায়ক হলে ভালো হতো
- পিলিয়ন সিট কিছুটা কমফোর্টেবল করা প্রয়োজন
- মিনিমাম ডুয়াল ডিস্ক ব্রেক থাকা উচিত
Also Read: Suzuki Bike Price in Bangladesh
সিটি ও হাইওয়ে মাইলেজ -
সিটি রাইডে: ৩৮ – ৪০ কিমি/লিটার
হাইওয়ে রাইডে: ৪২ – ৪৩ কিমি/লিটার
লং ট্যুরে ইঞ্জিন হিটিং এবং সাসপেনশন কারণে সামান্য সমস্যা হয়, তবে সহনীয়। সিটি রাইডে: ৫০ – ৬০ কিমি ভেতরে অসাধারণ মজা পাওয়া যায়।
কেন এই বাইকটি বেছে নিয়েছিলাম -
- ইঞ্জিনের পারফরম্যান্স ভালো
- ডিজাইন আকর্ষণীয়
- রিসেল ভ্যালু ভালো
- বাজেটের মধ্যে সেরা অপশন
বিশেষ করে যারা একটু রাফ ইউজ করতে চান, তাদের জন্য এই বাইকটি দারুণ একটি অপশন। আমার কাছে Suzuki Gixxer Monotone হলো সেরাদের সেরা বাইকগুলোর একটি। রেটিং দিবো ১০ এর মধ্যে ৯। কারণ, বলা হয় চাঁদেরও কলঙ্ক আছে বাইকও তার ব্যতিক্রম নয়। ছোটখাটো কিছু সমস্যা থাকবেই। ধন্যবাদ ।
লিখেছেনঃ রিমন
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
