ইয়ামাহা সার্ভিস লাইক এ বস, সিজন - ৬

This page was last updated on 21-Jan-2025 05:07pm , By Raihan Opu Bangla

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের প্রিমিয়াম কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। প্রতিবারের মত এবারও তারা নিয়ে এসেছে “ইয়ামাহা সার্ভিস লাইক এ বস, সিজন - ৬”

ইয়ামাহা সার্ভিস লাইক এ বস, সিজন - ৬

ইয়ামাহা সার্ভিস লাইক এ বস সিজন ৬

এই ক্যাম্পেইনটি ৬ষ্ট বারের মত আয়োজন করা হচ্ছে। আগামী ১৩ ডিসেম্বের ২০২৪ থেকে ১৫ ডিসেম্বের, ২০২৪; সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দেশব্যাপী ২৬ টি ডিলার পয়েন্টে Yamaha MT15 এবং R15 V4 ইউজারদের জন্য এই ক্যাম্পেইনটি চলবে।

সার্ভিস লাইক এ বস ক্যাম্পইনটিতে আপনারা আপনাদের মোটরসাইকেলের ১৫টি ফ্রী চেক আপ করাতে পারবেন। সেই সাথে স্পেয়ার পার্টস এবং ইয়ামা লুব এ পেয়ে যাবেন ১০% ডিস্কাউন্ট।

দেরি না করে আপনার বুকিংটি আজ ই নিশ্চিত করুন। বুকিং নিশ্চত করতে এবং কোথায় ও কোন কোন শোরুমে এই সার্ভিস করাতে পারবেন তা জানতে, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ এর সার্ভিস লাইক এ বস পোস্টের নিচে দেয়া লিংক এ ক্লিক করুন। 

এছাড়া ইয়ামাহা এর সকল অথোরাইজড শোরুম এর সম্পর্কে বিস্তারিত জানতে ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এই লিংক এ ক্লিক করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।