ইয়ামাহা বাংলাদেশ ক্যাশব্যাক অফার মে ২০২৩ - এক্সপেরিয়েন্স দ্য বেস্ট

This page was last updated on 30-Jul-2024 04:54am , By Arif Raihan Opu

ইয়ামাহা বাংলাদেশ সম্প্রতি মে মাস উপলক্ষ্যে তাদের ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। ইয়ামাহা বাংলাদেশের প্রিমিয়াম জাপানিজ মোটরসাইকেল ব্র্যান্ড। যারা তাদের কাস্টোমারদের জন্য সব সময় ক্যাশব্যাক সহ ভিন্ন ভিন্ন অফার প্রদান করে থাকে। 

যারা বাইকপ্রেমী আছেন এবং বিশেষ ভাবে ইয়ামাহার বাইক পছন্দ করেন তাদের এজন্য এই ক্যাশব্যাক অফারটি তাদের পছন্দের ইয়ামাহা বাইক ক্রয়ের জন্য সুবর্ণ একটি সুযোগ। Yamaha FZS V3 Fi ABS, Yamaha R15 V3, Yamaha MT 15 V1, Yamaha FZS Fi V2, সহ তাদের অন্যান্য অনেক গুলো মডেলে ক্যাশব্যাক অফার দিচ্ছে।

ইয়ামাহা তাদের মোটরসাইকেলের কোয়ালিটি, স্টাইল, ডিজাইন ও পারফর্মেন্সের জন্য অনেক জনপ্রিয়। আর এই ক্যাশব্যাক অফারটি তাদের কাস্টোমারদের আকৃষ্ট করবে নিজেদের পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করার জন্য। 

এছাড়া ইয়ামাহা তাদের প্রিমিয়াম ইঞ্জিন যেটি ব্লুকোর ইঞ্জিন নামেও পরিচিত সেই ইঞ্জিন প্রতিটি মোটরসাইকেলে ব্যবহার করে থাকে। আর এই ইঞ্জিন পারফর্মেন্স ও ফুয়েল ইফিসিয়েন্সির জন্য অনেক জনপ্রিয়। 

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। আর এই ক্যাশব্যাক অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে। ক্যাশব্যাক অফারে সর্বোনিম্ন ২০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৩৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। অফারটি পেতে দ্রুত আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

অপরদিকে আপনার যদি বাজেটের কারণে ইয়ামাহার বাইক ক্রয় করতে না পারেন, তবে ইয়ামাহা দিচ্ছে কিস্তি সুবিধা। আপনি আপনার পছন্দের বাইকটি কিস্তি সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন। বিস্তারিত জানতে আপনাকে ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। 

ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের জন্য অনেক অফার নিয়ে হাজির হয়। ঈদের পর এই অফারটি ইয়ামাহা প্রেমীদের তাদের পছন্দের ইয়ামাহা বাইক ক্রয়ে সহায়তা করবে। ধন্যবাদ।

Latest Bikes

RYDO Bolt Red

RYDO Bolt Red

Price: 89000

RYDO Bolt Pro Black

RYDO Bolt Pro Black

Price: 95000

RYDO Blaze White

RYDO Blaze White

Price: 89000

View all Sports Bikes

Upcoming Bikes

Zeeho AE4

Zeeho AE4

Price: 0

Hero Xoom 160

Hero Xoom 160

Price: 0

TVS Ntorq 150

TVS Ntorq 150

Price: 0

View all Upcoming Bikes