হিরো রাইডিং একাডেমি - লার্ন টু রাইড স্কুটার রাইডিং টেইনিং

This page was last updated on 12-Nov-2025 12:45pm , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশের বাইক এবং স্কুটারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে দৈনন্দিন জীবন যাত্রার মান কে আরও উন্নত এবং সহজ করতে বাইক ও স্কুটার এর চাহিদা বেড়েই চলেছে। তাই বর্তমানে অনেকেই বাইক ও স্কুটার রাইড করা শিখছেন।

হিরো রাইডিং একাডেমি - লার্ন টু রাইড

হিরো রাইডিং একাডেমি - লার্ন টু রাইড

অনেক মোটরসাইকেল ব্র্যান্ড বর্তমানে রাইডিং ট্রেইনিং প্রদান করে চলেছে। যারা বিভিন্ন সময়ে রাইডিং ট্রেইনিং আয়োজন করে থাকে। বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে হিরো মোটরসাইকেল। হিরো তাদের হিরো রাইডিং একাডেমির মাধ্যমে বাংলাদেশের অনেক স্থানেই রাইডিং টেইনিং প্রোগ্রামের আয়োজন করেছে।

সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার হিরো আয়োজন করতে যাচ্ছে হিরো একাডেমি – লার্ন টু রাইড। আগামী ১৪ এবং ১৫ (শুক্রবার ও শনিবার) নভেম্বর হিরো এই রাইডিং টেইনিং আয়োজন করতে যাচ্ছে। 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্লেগ্রাউন্ড এই রাইডিং টেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এছাড়া যারা এই রাইডিং টেইনিং প্রোগ্রামে অংশ গ্রহণ করতে চান এবং রাইডিং শিখতে আগ্রহী হন তবে রেজিস্ট্রেশন করতে হবে। 

অন স্পট রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। তবে রাইডিং শেখার জন্য অবশ্যই সবাইকে কেডস বা স্নিকার্স পরে আসতে হবে। আর রেজিস্ট্রেশনের লিংকটি আপনি হিরো মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন। 

হিরো মোটরসাইকেল ক্রয় করতে অথবা বিস্তারিত জানতে আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট। ধন্যবাদ।