ইয়ামাহা এর নতুন শোরুম গোস্ট রাইডার্জ স্টেশন!

This page was last updated on 31-Jul-2024 04:27pm , By Shuvo Bangla

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, বাংলাদেশের বাইকারদের কথা সব সময় চিন্তা করে থাকে। তাই সেই লক্ষ্যে তারা বাইকারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় তারা শোরুম ও সার্ভিস সেন্টার উদ্বোধন করছে। যাতে করে তারা আরও ভাল সার্ভিস প্রদান করতে পারে।

new yamaha showroom শোরুম 

সম্প্রতি তারা রাজশাহীতে নতুন একটি শোরুম উদ্বোধন করেছে। এটি রাজশাহীর নতুন একটি ইয়ামাহা শোরুম। নতুন এই শোরুমটি খোল হয়েছে "গোস্ট রাইডার্জ স্টেশন"।  নতুন এই শোরুমের ঠিকানা হচ্ছে ১৭৬, সাপুরা, এয়ারপোর্ট রোড, রাজশাহী (রাজশাহী পলিটেকনিক এর বিপরীতে)। এখন ইয়ামাহা এর বাইকপ্রেমীরা বাইক ক্রয় করার জন্য দূরে কোথাও যেতে হবে না।

ইয়ামাহা এর সকল শোরুম থ্রী এস সেন্টার। এর মানে হচ্ছে এখানে সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স পার্টস সব কিছু একই জায়গাতে পাওয়া যায়। কয়েক মাস আগে নওগা রোডে ইয়ামাহা এর নতুন একটি শোরুম উদ্বোধন করা হয়। কিন্তু এখন রাজশাহীর বাইকাররা খুব সহজেই ইয়ামাহার এর বাইক ক্রয় করতে পারবেন। এছাড়া সার্ভিস ও স্পেয়ার্স এর জন্য সেভাবে আর চিন্তা করতে হবে না। 

ঠিকানা

Ghost Riderz Station
176, Sapura, Airport road, Rajshahi ( opposite of Rajshahi polytechnic )
Mobile: 019 1667 0942

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes