ইয়ামাহা রাইডিং ক্লাব - YRC ব্যাডমিন্টন ফেস্ট ২০২২
This page was last updated on 30-Jul-2024 05:37am , By Arif Raihan Opu
ইয়ামাহা রাইডিং ক্লাব (YRC) কিছু আগে বাইকার্সদের জন্য আয়োজন করেছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। YRC ব্যাডমিন্টন ফেস্ট ২০২২ এর ব্যানারে এই আয়োজন করা হয়।
এই ইভেন্টে ভিন্ন ভিন্ন জেলা থেকে অনেক বাইকার্স অংশ গ্রহণ করেছিল। এমনকি YRC ছাড়াও অন্যান্য ক্লাব থেকে এই ইভেন্ট এ অনেকে অংশ গ্রহণ করেছিল।

YRC ব্যাডমিন্টন ফেস্ট ২০২২ এ, YRC ছাড়াও অন্যান্য ক্লাব থেকে প্রতিযোগীরা অংশ গ্রহণ করেছিল। তবে এখানে চারটি ক্যাটাগরি করা হয়েছে। ক্যাটাগরি গুলো হচ্ছে –
- YRC বাংলাদেশ
- লেডি বাইকার
- অথিতি বাইকার
- কাপল বাইকার
গত বছরও ইয়ামাহা রাইডিং ক্লাব এই ইভেন্ট আয়োজন করেছিল। সেখানে বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে অনেক বাইকার অংশ গ্রহণ করেছিল। ঠিক তেমন ই এই বছর YRC আবার এই আয়োজন করেছিল।

এই বছর ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন হয়েছে, YRC পঞ্চগড়। এছাড়া মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মিশফিকা ও ত্রিদিয়া।

এছাড়া অথিতি বাইকার্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আর-লাভার্স। অপর দিকে কাপল বাইকার্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মেহেদী এবং শান্তি।
ফাইনালের দিন এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সুব্রত রঞ্জন দাস, সহ এসিআই এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।
YRC ব্যাডমিন্টন ফেস্ট ২০২২ চ্যাম্পিয়ন লিস্ট –
- YRC চ্যাম্পিয়ন: YRC পঞ্চগড়
- অথিতি বাইকার: আর-লাভার্স
- কাপল বাইকার: মেহেদী এবং শান্তি
- লেডি বাইকার: মিশফিকা এবং ত্রিদিয়া
YRC সব সময় বাইক প্রেমীদের নিয়ে কাজ করে থাকে। তারা তাদের ক্লাবের মাধ্যমে সামাজিক অনেক অবদান রেখেছে। আমরা আশা করছি তারা এই ধরনের ইভেন্ট নিয়মিত আয়োজন করবে। ধন্যবাদ।
