ইয়ামাহা নিউইয়ার ব্যাশ অফার - R15 এবং MT15 ক্যাশব্যাক অফার!
This page was last updated on 18-Jul-2024 05:18am , By Raihan Opu Bangla
২০২১ এর শুরুটা নতুন ভাবেই হচ্ছে এবং এই নতুন বছরের শুরুতেই Yamaha Bike নিয়ে এসেছে নিউইয়ার ব্যাশ অফার ২০২১। এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় অনেক গুলো বাইকে দিচ্ছে ক্যাশব্যাক, এদের মধ্যে রয়েছে Yamaha R15 V3 এবং Yamaha MT15 এর মত জনপ্রিয় বাইক।
নিউইয়ার ব্যাশ অফার ২০২১
মূল বিষয় শুরু করার আগে আপনি যদি r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন। তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।
Model | Old Price | Cashback | New Price |
---|---|---|---|
R15 V3 (Dual Channel ABS) | 4,85,000 BDT | 10,000 BDT | 4,75,000 BDT |
MT15 | 4,10,000 BDT | 10,000 BDT | 4,00,000 BDT |
Saluto 125 | 1,29,000 BDT | 4,100 BDT | 1,24,900 BDT |
Yamaha R15 V3 বাংলাদেশের অন্যতম স্পোর্টস বাইক এবং অনেকে স্বপ্নের বাইকও বলা যায়। ইয়ামাহা R15 V3 Indian বাইকটিতে দিচ্ছে ১০,০০০ টাকার ক্যাশব্যাক অফার। বাইকটিতে দেয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন, পাওয়ারফুল ইঞ্জিনসহ অনেক ধরনের ফিচার্স। ক্যাশব্যাক দেয়ার পর বাইকটির দাম হচ্ছে ৪,৭৫,০০০/- টাকা।
বাইকটি একটি নেকেড স্পোর্টস বাইক এবং ইয়ামাহা দাবি করে থাকে যে বাইকটি মাস্টার অফ টর্ক। বাইকটি সামনের দিক থেকে দেখতে অনেক বেশি এগ্রেসিভ। অনেকেই বাইকটির দিকে এক বার হলেও তাকিয়েছে এর লুকস ও ডিজাইনের কারনে।
Also Read: ইয়ামাহা মোটর ফ্যাক্টরি ভিজিট - টিম বাইকবিডি
পারফর্মেন্স এর দিক থেকে বাইকটি অনেক এগিয়ে থাকবে এবং ইয়ামাহা বাইকটিতে দিচ্ছে ১০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাক দেয়ার পর বাইকটির দাম হচ্ছে ৪,০০,০০০/- টাকা।
Way To The Longest Sea Beach In The World With Yamaha MT 15
১২৫সিসি সেগমেন্টটি তারাই ক্রয় করেন যারা মাইলেজ, পাওয়ার এবং স্টাইল নিয়ে কিছুটা ভেবে থাকেন। তাদের জন্যই প্যাকেজ আকারে এসেছে ইয়ামাহা স্যালুটো ১২৫। বাইকটি পাওয়ার এবং মাইলেজ এর দিক থেকেও সেরা আবার স্টাইলও রয়েছে।
Also Read: ইয়ামাহা এক্সক্লুসিভ অফার মার্চ ২০২০ - ক্যাশ ডিস্কাউন্ট অফার!
সে হিসেবে স্যালুটো একটি প্যাকেজ বলা যায়। ইয়ামাহা এই বাইকটিতে দিচ্ছে ৪,১০০/- টাকার ক্যাশব্যাক। ক্যাশব্যাক দেয়ার পর বাইকটির দাম হচ্ছে ১,২৪,৯০০/- টাকা।
ইয়ামাহা নিউইয়ার ব্যাশ অফার চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। এর মানে হচ্ছে জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হয়ে আগামী ৩১ শে জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত চলবে। আর এই অফারটি বাংলাদেশে সকল অথোরাইজ ইয়ামাহা শোরুম থেকে উপভোগ করা যাবে।
Also Read: ইয়ামাহা ক্যাশব্যাক অফার
এখন ২০২১ এর বছরের শুরুতেই ইয়ামাহা অফার দিয়ে শুরু করেছে। এই নিউইয়ার ব্যাশ অফার ২০২১ বাইকারদের তাদের পছন্দের বাইকটি ক্রয় করতে সহায়তা করবে।