BRTA - ড্রাইভিং লাইসেন্স বিতরণ আপডেট । ডাকযোগে কার্ড যাবে
This page was last updated on 31-Jul-2024 03:46pm , By Ashik Mahmud Bangla
BRTA - ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজ করতে এবং ঝামেলামুক্ত ভাবে গ্রাহকের হাতে লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দিতে তাদের নতুন সেরা চালু করেছে। এই সেবার মান ঠিক থাকলে একজন ব্যক্তি খুব সহজেই ঝামেলামুক্ত ভাবে তার ড্রাইভিং লাইসেন্স করাতে পারবে। তাহলে এই সেবার মধ্যে কি কি যুক্ত করা হয়েছে ? কি নিয়মে আবেদন করতে হবে ? চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
BRTA - ড্রাইভিং লাইসেন্স বিতরণ আপডেট । ডাকযোগে কার্ড যাবে
১- সবার প্রথমে আপনাকে এই লিংকে https://bsp.brta.gov.bd/ প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে এবং জন্মতারিখ এন্ট্রি করে একটি ইউজার আইডি খুলতে হবে।
২- ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা সহজ করার লক্ষ্যে দুইবার আবেদন করার পরিবর্তে লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন বেজড একটি কম্বাইনডের ফরমে একবার আবেদন জমা দেয়ার ব্যবস্থা গত ১৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (BSP) চালু করা হয়েছে।
৩- এর ফলে আবেদনকারীকে অন্তত ৪ বারের পরিবর্তে শুধুমাত্র ১ বার BRTA এর পরীক্ষা কেন্দ্রে এসে বায়োএনরোলমেন্ট প্রদান ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৪- এর ফলে আবেদনকারী অনলাইন ভেরিফিকেশন বেজড QR কোর্ডযুক্ত লার্নার ড্রাইভিং লাইসেন্স গ্রহন করতে পারবেন।
৫- পরবর্তীতে পরীক্ষায় পাশ করার পর অনলাইনেই ফি প্রদান এবং সিস্টেমে প্রবেশ করে যাবতীয় তথ্য এবং ডকুমেন্ট যাচাই করে সাবমিট করতে পারবেন।
৬- এছাড়াও অনলাইনে পরীক্ষার ফল এবং অন্য তথ্যগুলো প্রকাশ করা হবে , যার ফলে QR কোড বেজড সিস্টেমে জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা Acknowledgement Slip গ্রহণ করতে পারবেন।
৭- সব কাজ শেষ হলে আবেদনকারীর ঠিকানায় ডাকযোগে লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে।
এই সম্পর্কে আপনার কোন অভিযোগ অথবা পরামর্শ থাকলে info@brta.gov.bd তে ইমেইল পাঠাতে পারেন।