Yamaha XSR 155 অফিশিয়ালি লঞ্চ করলো এসিআই মোটরস

This page was last updated on 05-Jan-2025 09:15pm , By Shuvo Bangla

Yamaha XSR 155 বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করলো এসিআই মোটরস লিমিটেড। বাইকটি 20 মার্চ ২০২১ সন্ধ্যা 6 ঘটিকায় এসিআই মোটরস লিমিটেডের তেজগাঁও অফিসে লঞ্চ করা হয় । ২১ শে মার্চ ২০২১ থেকে এই বাইকটি বাংলাদেশের সমস্ত ইয়ামাহার অনুমোদিত ডিলার পয়েন্টগুলিতে পাওয়া যাবে।

Yamaha XSR 155 অফিশিয়ালি লঞ্চ করলো এসিআই মোটরস

Yamaha XSR 155 বাইকটি থাইল্যান্ড এর তৈরি , বাইকটি বাংলাদেশে ইন্ডিয়া থেকে এসেছে। Yamaha XSR 155 বাইকটির বর্তমান মূল্য ৫,৪৫,০০০/- টাকা। এই বাইকটি বাংলাদেশে ৪ টি রং এ বাংলাদেশের এসিআই মোটরস লিমিটেডের অফিসিয়াল ডিলার পয়েন্ট গুলোতে পাওয়া যাবে।  

যে যে রং এ Yamaha XSR 155 বাইকটি পাওয়া যাচ্ছে -

  • Radical White 
  • Mat Black
  • White Metallica 
  • Mat Dark Grayish 
  • Leaf Green Metallic

Yamaha XSR 155 বাইকটিতে Yamaha YZF R15 Version 3.0 এবং Yamaha MT-15 বাইকের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । Yamaha XSR 155 বাইকটিতে ডেলটাবক্স ফ্রেম ব্যবহার করা হয়েছে। বাইকটির ওজন মাত্র 134 কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিমি। ফুয়েল ট্যংক এর পরিমাপ ১০ লিটার ।

বাইকটির ইঞ্জিনটিতে ভিভিএ প্রযুক্তি এবং স্লিপার ক্লাচ রয়েছে। বাইকটি 19.06 BHP @ 10,000 rpm এ পাওয়ার উৎপন্ন করে , এবং 14.7 Nm @ 8500 rpm টর্ক উৎপন্ন করে। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড গুলোর মধ্যে একটি। 

Also Read: Yamaha XSR155 price in BD

তাদের অনেক প্রিমিয়াম সেগমেন্টের বাইক রয়েছে যেমন Yamaha R15 V3, Yamaha MT 15, বর্তমানে এসিআই মোটরস লিমিটেড Yamaha XSR 155 বাইকটি লঞ্চ করলো। উভয় বাইকই ভারত থেকে এসেছে। Yamaha XSR 155 একটি ক্যাফে রেসার বাইক।

Yamaha XSR 155 First Impression Review By |Team BikeBD|


বাইকটির সামনের টায়ার 110 / 70-17 সাইজের এবং পেছনের টায়ার 140 / 70-17 সাইজের। সামনের এবং পিছনের উভয় টায়ার টিউবলেস। বাইকটিতে এলইডি হেডলাইট ও এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে যার মধ্যে ক্লাসিক একটি বাইকের লুকস পাওয়া যায়।

যারা ক্লাসিক একটি বাইক খুজতেছেন যার মধ্যে লুকস এবং পাওয়ার ২টি দরকার এই বাইকটি তাদের জন্য। বাইকটির রং এবং ক্লাসিক লুকস খুবই আকর্শনীয় যা সবার পছন্দ হওয়ার মত।   কিন্তু Yamaha R15 V3 অথবা Yamaha MT 15 বাইকের মত এই বাইকটিতে কোন এবিএস সিস্টেমে দেওয়া হয়নি। 

বাইকটির সিট রাইডার এবং পিলিয়নের জন্য খুব আরামদায়ক। Yamaha XSR 155 বাইকটিতে ডুয়েল পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে ।  Yamaha XSR 155 বাইকটি এখন থেকে বাংলাদেশের সকল অফিসিয়াল ডিলার পয়েন্টে পাওয়া যাবে ।