ROWE Motor Oil - জার্মানির ইঞ্জিন ওয়েল বাংলাদেশে - ৯ম ঢাকা বাইক শো ২০২৫
This page was last updated on 07-May-2025 02:02pm , By Raihan Opu Bangla
প্রতি বছরের মত এবারও সেমস গ্লোবাল আয়োজন করেছিল ঢাকা বাইক শো ২০২৫। এবারের বাইক শোতে অংশ গ্রহণ করেছিল অনেক গুলো ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড। এই ব্র্যান্ড গুলোর ভেতর অন্যতম ব্র্যান্ড ছিল ROWE Motor Oil।
ROWE Motor Oil - জার্মানির ইঞ্জিন ওয়েল বাংলাদেশে

বাংলাদেশে ROWE Motor Oil এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে দেওয়ান মোটরস। দেওয়ান মোটরস বাংলাদেশের অন্যতম সুপরিচিত একটি কোম্পানি যারা বাংলাদেশে বিশ্ব মানের ইঞ্জিন ওয়েল এবং মোটর ওয়েল আমদানী করে থাকে।
Also Read: Engine Oil Price In Bangladesh
সম্প্রতি তারা বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে ROWE Motor Oil। মোটরসাইকেল, কার সহ সকল ধরনের যানবাহনের জন্য তারা এই ইঞ্জিন ওয়েল বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে।

জার্মানির সুপরিচিত এবং জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে এই ROWE ইঞ্জিন ওয়েল। বিশ্বের ৮০টির ও বেশি দেশে এই ইঞ্জিন ওয়েল পাওয়া যাচ্ছে। ১৯৯৫ সাল থেকে এই ব্র্যান্ডটি মোটরসাইকেল, কার সহ যানবাহনের নির্ভর যোগ্য একটি ইঞ্জিন ওয়েল তৈরি করে আসছে।

Also Read: ROWE Engine Oil Price In Bangladesh
বাংলাদেশে ROWE এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে দেওয়ান মোটরস। যারা ২০১২ সাল থেকে বাংলাদেশে ইঞ্জিন এবং লুব্রিক্যান্ট নিয়ে কাজ করে আসছে। এবারে বাইক শো ২০২৫ এ তারা প্রথম বারে মত বাংলাদেশে এই ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড লঞ্চ করেছে।
আমরা আশা করছি এই ব্র্যান্ডটি বাংলাদেশের বাইকার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। আর বাংলাদেশে ROWE তাদের একটি অবস্থান তৈরি করে নেবে। ধন্যবাদ।
