Yamaha R15M এবং Yamaha R15 V4 লঞ্চ হল ইন্ডিয়াতে!
This page was last updated on 01-Aug-2024 06:52pm , By Shuvo Bangla
ইয়ামাহা ইন্ডিয়া সম্প্রতি লঞ্চ করেছে Yamaha R15M এবং Yamaha R15 V4। বেশ কিছু দিন ধরে বাইক দুটি নিয়ে প্রচুড় আলোচনা হচ্ছিল। কবে লঞ্চ হবে সেটা নিয়েও বেশ কানা ঘুষা চলছিল। শেষ পর্যন্ত ভার্চুয়াল লঞ্চিং এর মাধ্যমে বাইক দুটি লঞ্চ করা হয়েছে। বাইক দুটি R15 সিরিজের হওয়ার পরও বাইকটি গুলোতে ডিজাইনের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর কসমেটিক লুকস নিয়ে বেশ কাজ করা হয়েছে যা সামনে থেকে দেখার পর বোঝা যায়। এছাড়া ইয়ামাহা ভার্সন থ্রি এর পর নতুন ভাবে নিয়ে আসতে যাচ্ছে Yamaha R15 V4।
Yamaha R15M এবং Yamaha R15 V4 লঞ্চ হল ইন্ডিয়াতে!
Yamaha R15M এবং Yamaha R15 V4 বাইক দুটির মধ্যে তেমন পার্থক্য বোঝা না গেলেও কিছু ছোট ছোট পার্থক্য রয়েছে। যেগুলো দুটি বাইক কে কিছুটা হলেও আলাদা করেছে। তবে ফিচার্স গুলো প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে।
এবার দুটি বাইকের ক্ষেত্রে তারা ইঞ্জিন ও কসমেটিক ডিজাইনের পরিবর্তন আনা হয়েছে। Yamaha R15 V4 এর ক্ষেত্রে এর ডিজাইন নেয়া হয়েছে এর বড় ভাই Yamaha R7 থেকে। এই বাইকটিতে আরও দেয়া হয়েছে নতুন LED প্রোজেকশন সিঙ্গেল হেডলাইট এবং এর সাইডে রয়েছে ডুয়েল এলইডি ডিআরএল। এছাড়া ফিচার্সে আনা হয়েছে নতুনত্ত্ব। বাইকটির ফিচার্স এর মধ্যে রয়েছে -
- এসিস্ট স্লিপার ক্লাচ
- ভ্যারিয়েবল ভাল্ব একিউশন (VVA)
- ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (১৫০সিসি সেগমেন্টে প্রথম)
- কুইক শিফটার
- ফ্রন্ট ইউএসডি সাসপেনশন
- ডুয়েল চ্যানেল এবিএস
- সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ এবং ট্র্যাক ও স্ট্রিট মুড
- ডুয়েল হর্ন ও এলুমিনিয়াম সুইং আর্ম
যদিও বাইকটিতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তবে নতুন এই বাইকটিতে আগের মতই একই ১৫৫সিসি, লিকুইড কুল, ইঞ্জিন দিয়েছে যা Yamaha R15 V3 তে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন থেকে 18.2 BHP @ 10,000 RPM & 14.2 NM @ 7,500 RPM টর্ক উৎপন্ন করে থাকে এবং এর সাথে ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। Yamaha R15 V4 বাইকটিতে আরও দেয়া হয়েছে ৮১৫মিলিমিটার সিট হাইট, ১৭০মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটি ফুয়েল ও ইঞ্জিন ওয়েল সহ বাইকটির ওজন ১৪২কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১১ লিটার। সামনের দিকে দেয়া হয়েছে ২৮২মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রেয়ারে ২২০মিলিমিটার ডিস্ক ব্রেক ও সেই সাথে যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস।
অপর দিকে Yamaha R15M বাইকটিতে নতুন কিছু ফিচার্স যুক্ত করে ভার্সন ফোর থেকে একে আলাদা করা হয়েছে। এতে যা যুক্ত করা হয়েছে -
- R15M 3D logo
- স্পেশাল সিট
- গোল্ডেন কালার ব্রেক ক্যালিপার
- গ্রে কালার এলুমিনিয়াম সুইং আর্ম
- গ্রে কালার মাফলার
এই বাইকটি বাজারে আসবে Grey Metallic & Monster Energy Yamaha MotoGP Edition এই কালার এডিসনে। এটি ইয়ামাহা বাইক এর অসাধারণ একটি দারূণ সারপ্রাইজ বলা যায়। তারা মার্কেটে ভার্সন ফোর লঞ্চ করতে যাচ্ছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এসিআই মোটরস বাংলাদেশে বাইক দুটি লঞ্চ করবে। ধন্যবাদ।