Yamaha R15 V3 Thai ৩০,০০০ কিলোমিটার রাইড রিভিউ - পলাশ

This page was last updated on 29-Jul-2024 11:49pm , By Raihan Opu Bangla

আমি পলাশ আহমেদ । আমি ঢাকার ডেমরা এলাকায় বসবাস করি । আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় Yamaha R15 V3 বাইকটির ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো । বাইক মানেই ভালোবাসা , আর এই ভালোবাসা নিয়ে কিছু লিখতে পারার মধ্যে অন্যরকম এক আনন্দ পাওয়া যায় । 

Yamaha R15 V3 Thai ৩০,০০০ কিলোমিটার রাইড রিভিউ

Yamaha R15 V3 Thai

আমার জীবনের প্রথম বাইক Walton Fusion । মা বাবার এক মাত্র ছেলে বলে বাইক কেনা নিষেধ ছিল । তবুও বাসায় না বলে নিজের জমানো ৫০,০০০ টাকা দিয়ে বাইকটি ক্রয় করি । এর পরে অনেক বাইক কিনেছি কিন্তু এই প্রথম বাইকটিকে এখনো ভুলতে পারিনি ।

Also Read: Yamaha R15 V3 VS Suzuki GSX-R150 VS Honda CBR150R Comparison Review

বাজারে আসলো  Yamaha R15 V3 বাইক , বাইকটির ব্যাপারে বলতে গেলে এক কথায় অসাধারন । প্রথম দেখায় বাইকটি খুব পছন্দ হয়ে গেল । স্বপ্ন দেখতে শুরু করলাম আমি একটি Yamaha R15 V3 Thai বাইক ক্রয় করবো। সেই স্বপ্নের দিনটি আসলো ২০১৯ সালের মার্চ মাসের ৫ তারিখ । 

Yamaha R15 V3 Thai

বাইকটি আমি আমার বন্ধুর থেকে ক্রয় করেছি । বাইকটি আমি ৪,৬৫,০০০ টাকায় ক্রয় করি । বাইকটি তখন মাত্র ১৫০০ কিলোমিটার চলেছে । বাইকটি ক্রয় করার জন্য সম্পূর্ন টাকা আমার আম্মা দিয়েছে । আম্মাকে যখন বলেছিলাম স্পোর্টস বাইক কিনবো আম্মা তখন আমাকে জিজ্ঞাস করে এটা কি বাইক ! অনেক কষ্টে আম্মাকে রাজি করাই ।

যেদিন বন্ধুর কাছ থেকে বাইকটি ক্রয় করতে যাবো আগের রাতে আমার একটুকুও ঘুম হয়নি । এভাবে এপাশ ওপাশ করে রাত কেটে গেল । সকালে যখন বাইক ক্রয় করতে যাই এবং বাইকটাতে বসি বলে বুঝাতে পারবোনা আমার কেমন লাগতেছিল । আমার পক্ষে এই অনুভূতি লিখে প্রকাশ করা সম্ভব না । 

Yamaha R15 V3 Thai

বাইক স্টার্ট দেওয়ার পরে বাইকের গুম গুম শব্দে বুকের মধ্যেও হার্ড বিট হচ্ছিল। ইয়ামাহা এটা কি বাইক বানালো ! দেখতে ছিলাম আর অবাক হচ্ছিলাম । স্লিপার ক্লাচ এর সাথে VVA Technology বাইকটিকে করেছে আরো বেশি পাওয়ারফুল ।  বাইকটিতে রয়েছে আপসাইড ডাউন ফর্ক ডেল্টাবক্স ফ্রেম এবং এর সাথে রয়েছে ৪ ভাল্ব লিকুইড কুল ইঞ্জিন । বাইকটির ইঞ্জিন পাওয়ার এবং এর রেডি পিকাপ আমার খুব ভালো লাগে ।

বাইকটি এখন পর্যন্ত ১০ বার সার্ভিস করিয়েছি । যেহেতু বাইকটি আন অফিসিয়াল বাইক সেক্ষেত্রে আমি বাইকটি বাইরের গেরেজ থেকে সার্ভিস করাই । প্রতিবার সার্ভিস এ ইঞ্জিন অয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার পরিবর্তন করি ।

Yamaha R15 V3 Thai

 লং ট্যুর এর পর নিয়ম অনুযায়ী সার্ভিস করাই । এছাড়া ৩০০০ কিলোমিটার পর পর মাস্টার সার্ভিস করাই । মাইলেজ এর কথা বলতে গেলে এক কথায় এর মাইলেজ নিয়ে আমি শিহরিত ঢাকা সিটিতে মাইলেজ পাচ্ছি ৩৮+ হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৪৬+ বাইকের যত্নের কথা বলতে গেলে এ ক্ষেত্রে আমি কোন প্রকার কম্প্রোমাইস করিনা । সবসময় বাইকটি পরিস্কার রাখার চেষ্টা করি । ইঞ্জিন অয়েল হিসেবে 10w40 গ্রেডের Mobil 1 ইঞ্জিন অয়েলটি ব্যবহার করি । এর পার্ফরমেন্স এতই ভালো যে আমার এখন পর্যন্ত অন্য কোন ব্রান্ড এর ইঞ্জিন অয়েল ব্যবহার করার প্রয়োজন মনে হয়নি । ইঞ্জিন অয়েলটির দাম ১২৫০ টাকা ।

ব্রেক সু , ক্লাচ ক্যাবেল , এয়ার ফিল্টার , অয়েল ফিল্টার ছাড়া খুব বেশি কিছু পরিবর্তন করার প্রয়োজন মনে হয়নি । বাইকে মডিফাই করা আমার পছন্দ নাহ । আম্মুর টাকায় বাইকটি কেনা তাই mom’s gift এর স্টিকার লাগানো । বাইকটিতে আমি টপ স্পিড পেয়েছি ১৪৮ । 

Yamaha R15 V3 Thai বাইকের কিছু ভালো দিক -

  • ইঞ্জিন পাওয়ার
  • বাইকের লুকস
  • ভালো মাইলেজ
  • কন্ট্রোলিং

Yamaha R15 V3 Thai বাইকের কিছু খারাপ দিক -

  • সিটি রাইডে এই বাইক নিয়ে মুভ করা কষ্ট ।
  • এই বাইকের সাথে চেইন পার্ফেক্ট মনে হয়নি ।
  • হেডলাইটের আলো খুব কম

Yamaha R15 V3 Thai 

বাইকটির সাথে আমার বেশ কিছু ট্যুর এর স্মৃতি রয়েছে , তার মধ্যে কক্সবাজার এবং সাজেক ট্যুর ছিল সব থেকে স্মরণীয় ট্যুর। হাইওয়েতে বাইকটির পার্ফরমেন্স আমাকে মুগ্ধ করেছে। আমি আমার বাইকটির পার্ফরমেন্স এ সন্তুষ্ঠ ।

লিখেছেনঃ পলাশ আহমেদ 

আশা করি পলাশ ভাই এর ইউজার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।  ইয়ামাহার এমন ইউজার রিভিউ এবং r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ঘুরে দেখুন। তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে। আপনাদের মূল্যবান বক্তব্য এবং  r15 v3 ভালো বা খারাপ দিক আপনার কাছে কোনটা মনে হয় সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন । ধন্যবাদ ।

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 125NK

CFMoto 125NK

Price: 0.00

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

Liban Phoenix

Liban Phoenix

Price: 0.00

View all Upcoming Bikes