৭টি শহরে ইয়ামাহা আয়োজন করতে যাচ্ছে Yamaha FZ 25 টেস্ট রাইড ইভেন্ট
This page was last updated on 17-Aug-2025 12:07pm , By Raihan Opu Bangla
বাংলাদেশে সিসি বাড়ানোর পর থেকেই মোটরসাইকেল ব্র্যান্ড গুলো তাদের প্রিমিয়াম ও এক্সক্লুসিভ মডেল গুলো বাংলাদেশে লঞ্চ করছে। প্রতিটি ব্র্যান্ড ই তাদের মোটরসাইকেল দ্রুততার সাথে লঞ্চ করেছে। সেই ধারায় কয়েক মাস আগে বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম ব্র্যান্ড ইয়ামাহা তাদের উচ্চ সিসির Yamaha FZ 25 বাংলাদেশে লঞ্চ করেছে।
Yamaha FZ 25 টেস্ট রাইড ইভেন্ট

Also Read: Yamaha M Slaz ৫ হাজার কিমি টেস্ট রাইড
ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য সব সময় নতুন কিছু নিয়ে হাজির হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়, ইয়ামাহা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে টেস্ট রাইড ইভেন্ট।

এই ইভেন্টে ইয়ামাহা নতুন লঞ্চ হওয়া Yamaha FZ 25 বাইকটি টেস্ট রাইড ইভেন্ট শুরু হয়েছে। আগামী ১৫ এবং ১৬ তারিখ বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হবে এই টেস্ট রাইড ইভেন্ট।
- ময়মনসিংহ – মেসার্স আমিন এন্টারপ্রাইজ
- যশোর – এসআর ওরিঅন এন্টারপ্রাইজ
- বরিশাল – এ ওয়ান মটরস
- বগুড়া – উত্তরা বাইক সেন্টার
- নাটোর – আনাম মটরস
- ফেনী – মদিনা মটরস
- কুমিল্লা – বাইকার্স গ্যালারি
Also Read: Yamaha FZS V3 ABS ৬,০০০ কি.মি. রাইড

বাংলাদেশের এই কয়েকটি শোরুমে এক যোগ একই সাথে এই টেস্ট রাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে অংশ নিতে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক - https://forms.gle/U9HVS9GN3HENZxiw6
রেজিস্ট্রেশন করার পর আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে বাইকটি টেস্ট রাইড করতে পারবেন। এছাড়া বাইকটি সম্পর্কে জানতে ইয়ামাহা এর অফিশিয়াল শোরুম এ যোগাযোগ করুন।
বাইক সম্পর্কিত সকল তথ্য এবং সাম্প্রতিক খবর ও আপডেট এর জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
