অত্যাধুনিক ফিচার্স সমৃদ্ধ ১২৫সিসির TVS Raider 125 লঞ্চ হলো বাংলাদেশে
This page was last updated on 31-Jul-2024 12:34pm , By Raihan Opu Bangla
বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হলো টিভিএস এর নতুন মোটরসাইকেল TVS Raider 125। বাইকটি আজকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ বাইকটি বাংলাদেশে লঞ্চ করে।
আজ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাইকটি লঞ্চ করা হয়। বাইকটি ভারতে লঞ্চ হবার পর থেকেই বাংলাদেশে লঞ্চ হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে আজ অফিশিয়ালি বাংলাদেশে বাইকটি লঞ্চ করা হয়েছে।
এই লঞ্চিং ইভেন্টে টিভিএস অটো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর জে একরাম হুসেইন, সিইও বিপ্লব কুমার রায়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানে আমন্ত্রিত অথিতিদের জন্য টিভিএস বাংলাদেশ TVS Raider 125 বাইকটি টেস্ট রাইড করার সুযোগ দেয়া হয়।
Also Read: AGV K1 Solid Matt Black Helmet Price In BD
এতে করে বাইকাররা Raider 125 এর সম্পর্কে একটি ধারণা পাবেন। তারা বাইকটি সম্পর্কে বুঝতে পারবেন যে কেন বাইকটি এত বেশি আলোচনাতে ছিল। এছাড়া বাইকটি নিয়ে কেন সবাই এত কথা বলেছে।
এছাড়া এই লঞ্চিং ইভেন্টে বাইকটি অফিশিয়াল দাম ঘোষণা করা হয়। বাইকটির দাম ধরা হয়েছে ১,৪৪,৯০০ টাকা।
মিঃ জে. একরাম হুসেইন, ম্যানেজিং ডিরেক্টর, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড, তিনি বলেন, “বাংলাদেশের গ্রাহকরা সব সময়ই টিভিএস-এর নতুন মডেলের বাইক গুলোতে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আমি নিশ্চিত টিভিএস রেইডার এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। বাংলাদেশের ইয়াং জেনারেশন টিভিএস এর পাওয়ার প্যাকড স্টাইলিশ এবং সত্যিকারের “উইকেড রাইড” টিভিএস রেইডার এর জন্য প্রস্তুত আছে”।
লঞ্চিং ইভেন্টে টিভি, পেপার ও অনলাইন নিউজ মিডিয়া উপস্থিত ছিল। বাইকবিডির ফাউন্ডার ও সিইও শুভ্র সেন এবং টিম বাইকবিডি এই লঞ্চিং প্রোগ্রামে অংশ গ্রহণ করে।
বাইকটি বাংলাদেশে লঞ্চ করার আগেই অনেক বেশি আকর্ষণ করেছে বাংলাদেশের বাইকারদের। অনেক দিন থেকেই তারা বাইকটির অপেক্ষা করে ছিল। কিন্তু কেন তারা এই বাইকটির প্রতি আকর্ষণ অনুভব করেছে।
আপনি যদি বাইকটির সামনে থেকে পেছন পর্যন্ত ডিজাইনটি যদি ভাল ভাবে খেয়াল করেন তবে দেখতে পাবেন যে বাইকটির মধ্যে একটি প্রিমিয়াম ব্যাপার রয়েছে। বাইকটি ১২৫সিসি ইঞ্জিন বিশিষ্ট হলেও এর লুকস ও ডিজাইনের কারণে বাইকটি কে ১৫০সিসি এর কম মনে হবে না।
এই প্রিমিয়াম লুকস ও ডিজাইনের কারণে বাইকটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বাইকটি হেডলাইটের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে বাইকটি কতটা এগ্রেসিভ লুকস নিয়ে ডিজাইন করা হয়েছে।
Also Read: AGV K3 Balloon Helmet Price In BD
এছাড়া বাইকটিতে দেয়া হয়েছে ১২৫সিসি তবে বেশি শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 12.9PS @8,000RPM এবং 11.5Nm @6,000RPM পরিমান শক্তি উৎপন্ন করতে সক্ষম। টিভিএস দাবী করছে বাইকটি ০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি তুলতে সময় নেবে ৫.৯ সেকেন্ড।
অপরদিকে TVS Raider ১z২৫সিসি হওয়াতে এর মাইলেজ নিয়েও অনেকে ভাবতে পারেন। যে এই লুকস ডিজাইন দিয়ে মাইলেজ কত পাওয়া যাবে। টিভিএস এর মতে এর মাইলেজ হতে পারে ৫০ কিলোমিটার প্রতি লিটার।
স্পেশাল ফিচার্স এর ক্ষেত্রে বাইকটিতে দেয়া হয়েছে, সম্পূর্ন রূপে নতুন ডিজাইন এবং লুকস, যা বাইকটিকে প্রিমিয়াম একটি ভাব এনে দিয়েছে। সেই সাথে রয়েছে পুরোপুরি এলইডি মাল্টিপিট হেডলাইটের সাথে এলইডি ডিআরএল।
Also Read: AGV K3 Attack Helmet Price In BD
এখন দামের ক্ষেত্রে বাইকটি দাম কিছুটা হলেও বেশি আর এই দামের ক্ষেত্রে ১৫০সিসি বাইকের অনেক অপশন রয়েছে তাই এ ক্ষেত্রে টিভিএস কতটা ছাড়া দেবে অথবা কিভাবে মার্কেট গেম পরিবর্তন করবে সেটাই দেখার বিষয়।
তবে এটা স্বীকার করতেই হবে যে ১২৫সিসি সেগমেন্টে সবচেয়ে আকর্ষণীয় বাইক হচ্ছে TVS Raider 125। আমরা আশা করছি যে বাইকটি ১২৫সিসি সেগমেন্টের একটি পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে। ধন্যবাদ।