Suzuki Gixxer 155 ৩৮০০ কিলোমিটার মালিকানা রিভিউ - সালমান

This page was last updated on 18-May-2025 02:55pm , By Shuvo Bangla

আমি সালমান খান , আমি আজ আপনাদের সাথে আমার Suzuki Gixxer বাইকের কিছু রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । সেই ছোটবেলা থেকেই আমার মোটরসাইকেল অনেক ভালো লাগে এবং মোটরসাইকেল চালানোর অনেক ইচ্ছা। যখন নিজের টাকায় মোটরসাইকেল কেনার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করলাম তখন আমার জন্যে মোটরসাইকেল পছন্দ করতে শুরু করলাম । 

আমার পছন্দের তালিকায় ছিলো ইয়ামাহা এবং সুজুকি ব্র্যান্ড কারন এই ব্রান্ডের মোটরসাইকেল গুলো দেখতে যেমন আর্কষনীয় এদের পারফর্মেন্সও তেমন ভালো। তাই দেরি না করে শোরুম চলে গেলাম বাইক কিনতে যেখানে আমার বাজেটের মধ্যে Suzuki Gixxer Carburetor রয়েছে । বাইক কেনা হয়েছে এর মধ্যে আমি 3800 কিলোমিটার চালিয়েছি তাই আজকে বাইকের ভালো মন্দ বিষয়গুলা শেয়ার করবো ।


বাইকের ভালো দিকগুলার মধ্যে আমার কাছে যা মনে হয়েছে -
  • বাইকের লুক্স যা ১০/১০ দিতেই হবে ডিজাইন এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে ।
  • সিটিং পজিশন নিয়ে আমার কোন অভিযোগ নেই যা আমার কাছে ভালো মনে হয়েছে ।
  • অসাধারন থ্রটল রেস্পন্স যা আমাকে কোন ঝামেলায় ফেলে না ।
  • অনেকের দীর্ঘ সময় বাইক রাইড করা অর্থাৎ হ্যান্ডেল ধরার কারনে সমস্যা হয় আমার কাছে যা মনে হয় নি ।
    এ ছাড়া তেমন কোন সমস্যা খুজে পাই নি আমার কাছে  সব দিক মিলিয়ে ভালোই লেগেছে।
বাইকের পারফর্মেন্স নিয়ে কিছু কথা - 
পারফর্মেন্স আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি , একটানা আমি সারাদিন ১১০ কিলোমিটার রাইড করেছি এবং বাইকের কোন সমস্যা পাইনি এবং সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার তুলেছি তখন বাইক কোন ধরনে ভাইব্রেশন করেনি স্মুথলি চলেছে । সিটির মধ্যে ৪০+ এবং হাইওয়েতে ৪৩+ মাইলেজ পেয়েছি । 

আরও ভালো হতে পারতো যে বিষয়গুলো -
তেল এর কথা আসলে মাইলেজ চলে আসে সে ক্ষেত্রে মাইলেজ আর একটু ভালো হতে পারতো আমার কাছে কম মনে হয়েছে । সেই ভাবে সার্ভিস করাতে যেতে হয় নি তবুও যখনই গিয়েছি তখনই কাস্টমার সার্ভিস ভালো পায়নি এবং পার্টস এর দাম খুবই বেশি যা কর্তিপক্ষের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি । সব দিক বিবেচনা করে বাইকটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখা যায় । এই ছিল বাইক নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা , আমার রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ । 


লিখেছেনঃ সালমান খান 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।