লিকুইড এসিড ব্যাটারির পরিবর্তে Mighty Max AGM ব্যাটারি কেন কিনবেন?

This page was last updated on 22-Dec-2024 11:46am , By Raihan Opu Bangla

মোটরসাইকেলের অন্যতম জরুরী পার্টস হচ্ছে এর ব্যাটারি। গতানুগতিকভাবে আমরা লিকুইড এসিড ব্যাটারির সাথে পরিচিত হলেও এই ধরণের ব্যাটারি প্রায় ১৫০ বছরের পুরাতন প্রযুক্তির তৈরী এবং এই ধরনের ব্যাটারির বেশ কিছু অসুবিধা রয়েছে যার কারনে বর্তমান যুগে ভোগান্তি পোহানোর কোন মানে হয় না। সম্পূর্ণ বাংলাদেশে তৈরী জার্মান প্রযুক্তির Mighty Max AGM ব্যাটারি এক্ষেত্রে হতে পারে ভাল বিকল্প।

লিকুইড এসিড ব্যাটারির পরিবর্তে Mighty Max AGM ব্যাটারি কেন কিনবেন?

মাইটি ম্যাক্স ব্যাটারি

লিকুইড এসিড ব্যাটারির সবথেকে বড় সমস্যা নিয়মিত এই ব্যাটারি গুলো তে এসিড রিফিল এবং চার্জ করতে হয়, এছাড়াও যে কোন কারনে এসিড লিকেজ হলে তা মানুষ ছাড়াও বাইকের বডি এবং পেইন্টের জন্য ক্ষতিকর।

Also Read: Battery Price In Bangladesh

এই ধরনের ব্যাটারির চার্জ ধারণক্ষমতাও তুলনামূলক কম এবং বর্তমান সময়কাল বিবেচনায় পর্যাপ্ত পাওয়ার ডেলিভারি দিতে সক্ষম নয়। ব্যাটারিগুলোর স্থায়িত্বকাল ও অনেক কম, ফলে দেখা যায় প্রায়ই এই ধরনের ব্যাটারি কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় এবং আবার নতুন ব্যাটারি কিনতে হয়।

Mighty Max AGM ব্যাটারিগুলো একেবারেই মেইনটেইনেন্স ফ্রি, অর্থাৎ এই ব্যাটারিগুলো আলাদাভাবে চার্জ করার বা এসিড রিফিলের প্রয়োজন নেই। ব্যাটারিগুলো যথেষ্ট ডিউরাবল এবং AGM সিল দ্বারা ভালভাবে সিল থাকার কারনে কোনপ্রকার লিকেজ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।

Also Read: Mighty Max Battery Price In Bangladesh

৯৯.৯% ভার্জিন লেড দিয়ে তৈরী হওয়াতে এই ধরণের ব্যাটারির চার্জ ধারণক্ষমতা এসিড ব্যাটারির তুলনায় বহু গুণ বেশী এবং পর্যাপ্ত পাওয়ার ডেলিভারি দিতে সক্ষম। উন্নতমানের এক্সপোর্ট ম্যাটেরিয়েল দ্বারা তৈরী হওয়ার কারনে স্থায়ীত্বকাল অনেক দীর্ঘ।

মাইটি ম্যাক্স ব্যাটারি বাংলাদেশ দাম

Mighty max Battery এর স্টার্টিং পাওয়ার বেটার হওয়ার কারনে এটি কিছুটা ফুয়েল সেভিংস ও বটে। এছাড়াও Mighty max এর উৎপাদক টাইগার নিউ এনার্জি লিঃ প্রোভাইড করছে বাংলাদেশের প্রথম অনলাইন ট্র্যাকিং ওয়ারেন্টি সিস্টেম, প্যাকে থাকা কিউ আর কোড টি স্ক্যান করে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি আপনার ব্যাটারির জন্য ওয়ারেন্টি ক্লেইম করতে পারবেন সহজেই।

যুগের সাথে তাল মিলিয়ে পুরাতন লিকুইড এসিড ব্যাটারি বদলে ব্যাবহার করতে পারেন Mighty Max AGM ব্যাটারি।