লিফান মোটরসাইকেল শুরু করছে Lifan KPV 150 Race Edition এর প্রি-বুকিং
This page was last updated on 01-Aug-2024 11:11am , By Raihan Opu Bangla
বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেলের ধারণার পরিবর্তন করেছে লিফান মোটরসাইকেল। তারা তাদের কাস্টোমার সার্ভিস থেকে শুরু করে মোটরসাইকেলের ডিউরেবিলিটি সব মিলিয়ে চাইনিজ মোটরসাইকেলের ব্যাপারে বাইকারদের ধারণা বদলে দিয়েছে লিফান মোটরসাইকেল।
লিফান মোটরসাইকেলের জনপ্রিয়তা অন্যতম কারণ হচ্ছে তাদের বাইকের ডিউরেবিলিটি। তারা প্রমান করে দিয়েছে যে চাইনিজ বাইকের প্রতি মানুষের যে ধারণা রয়েছে তা ঠিক নয়। এছাড়া বাজটের মধ্যে স্পোর্টস বাইকের স্বপ্ন পূরন করেছে তারা।
KPR সিরিজ স্পোর্টস বাইকের জগতে বেশ পরিচিত নাম। এই সিরিজের কল্যানে অনেক বাইকারের স্পোর্টস বাইক রাইডের স্বপ্ন পূরন হয়েছে। বলা যায় বাজেটের মধ্যে স্পোর্টস বাইকের স্বপ্ন পূরন করেছে লিফান মোটরসাইকেল।
বাংলাদেশে লিফানের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি তারা Lifan KPV 150 Race Edition বাইকটি প্রি-বুকিং নেয়া শুরু করেছে। এই স্কুটারটি একটি এডভেঞ্চার সেগমেন্টের স্কুটার।
স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে সিংগেল সিলিন্ডার ১৪৯.৩ সিসির ৪ স্টোর্ক ওয়াটারকুল LGC-FI ইঞ্জিন । ইঞ্জিনটি প্রডিউস করে 9.0 kw Power @ 8500 RPM এবং 11.8 NM of Tourque @ 8500 RPM ।
বাংলাদেশে স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তাই স্টাইলিশ এডভেঞ্চার স্কুটারের জনপ্রিয়তা বেড়ে চলেছে। যদিও বাংলাদেশে এডভেঞ্চার স্কুটারের সেগমেন্টে খুব কম স্কুটার দেখা যায়। তবে এই কম মডেলের মধ্যেই Lifan KPV 150 জায়গা করে নিয়েছে।
এছাড়া লিফান তাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ Lifan KPR সিরিজে দিচ্ছে ডিস্কাউন্ট বা ছাড় অফার। লিফান তাদের Lifan KPR 165 Carburetor ভার্সনে দিচ্ছে ৬০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। এর সাথে থাকছে ফ্রী উইন্ড ব্রেকার।
অপরদিকে ৩৫০সিসি পর্যন্ত সিসি উন্নিত করায় লিফান তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে আসার জন্য চেষ্টা করছে। আমরা জানি না কবে নাগাদ এই মোটরসাইকেল গুলো লঞ্চ হবে বা হতে পারে।
তবে আমরা আশা রাখছি যে আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে বাংলাদেশে লিফানের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে আসতে পারে।
তো লিফানের এই অফার খুব সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে। আপনি আপনার পছন্দের কেপিআর বাইকটি ক্রয় করতে অথবা কেপিভি স্কুটারটি প্রি-বুকিং এর জন্য লিফান মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এছাড়া মোটরসাইকেলের দাম, টিপস সহ নানা ধরনের তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।