Bajaj Pulsar 150 ৩৯,০০০ কিলোমিটার রাইডের বাস্তব অভিজ্ঞতা এবং ব্যবহারকারীর নির্ভরতার গল্প - জাহিদ

This page was last updated on 04-Aug-2025 04:19pm , By Shuvo Bangla

আমার Pulsar 150cc রাইডিং অভিজ্ঞতা নির্ভরতার ৩৯ হাজার কিলোমিটারের গল্প

আমি একজন সাধারণ বাইকার নাম মো:জাহিদ হাসান , আমার বাইক Bajaj Pulsar 150cc Single Disc (Carburetor Variant)। গত কয়েক বছর ধরে এই বাইকটি আমার প্রতিদিনের সঙ্গী। আজ আমি শেয়ার করছি আমার বাস্তব অভিজ্ঞতা যা হয়তো নতুন বাইকারদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।

বাইক কেনার দিনটা আমার জীবনের এক বিশেষ দিন -

বাইক কেনার দিনটি আমার জন্য ছিল অত্যন্ত আনন্দের। সেদিন মনে হয়েছিল, আমি যেন জীবনের এক নতুন পথচলা শুরু করছি। বিশেষভাবে মনে আছে, বাইক কিনতে যাওয়ার আগে আমার মা বলেছিলেন : “বাজান, তুমি বাইক নিও ঠিক আছে কিন্তু আস্তে ধীরে চালাবা, সব নিয়ম মেনে।” মায়ের এই কথাগুলো আজও প্রতিটি রাইডের সময় মনে পড়ে যায় এবং সতর্ক থাকতে সাহায্য করে ।

চালানো হয়েছে ৩৯ হাজার কিলোমিটার এখনো দিচ্ছে চমৎকার সার্ভিস - 

এখন পর্যন্ত আমি আমার বাইকটি দিয়ে প্রায় ৩৯,০০০ কিলোমিটার রাইড করেছি। আলহামদুলিল্লাহ! বাইকটির সার্ভিসে কখনো হতাশ হইনি। ইঞ্জিন পারফরম্যান্স এক কথায় দুর্দান্ত । সাউন্ডটা এত মিষ্টি যে আশেপাশের মানুষও মাঝে মাঝে তাকিয়ে দেখে , কখনো কোনো মেজর ইঞ্জিন সমস্যা হয়নি ।

Also Read: Motorcycle Price In Bangladesh 

যেসব দিকগুলো ভালো লেগেছে -

  • নিজে চালানো হোক বা পিলিয়ন সহ সবসময়ই কমফোর্ট ফিল করেছি
  • পুরুষ-মহিলা উভয় পিলিয়ন সহজে বসতে পারে
  • সিটি ও হাইওয়ে দুটোতেই ভাল পারফর্ম করে
  • যে দিকটা উন্নতির প্রয়োজন -
  • ২-৩ বছর চালানোর পর ট্যাংকিতে জং ধরতে শুরু করে এই দিকটায় বাজাজ কর্তৃপক্ষের উন্নয়ন দরকার

মাইলেজের হিসাব - 

সিটি রাইড: ৪০–৪২ কিমি/লিটার , হাইওয়ে: ৪৮–৫০ কিমি/লিটার । এই রেঞ্জে মাইলেজ আমার মতে বেশ ভালো, এবং কনসিস্টেন্ট পারফরম্যান্স দেয়।

ডেইলি ইউজ ও লং রাইড দুইয়ের অভিজ্ঞতা -

সিটিতে ডেইলি রাইড হোক কিংবা লং ট্যুর এই বাইক সব জায়গায়ই খুব স্মুথলি পারফর্ম করে। কখনো ব্রেকডাউনের ভয়ে থাকি না। আমার কাছে এটা সব দিক থেকেই একটি “ব্যালেন্সড বাইক”।

আমি কেন এই বাইক বেছে নিয়েছিলাম -

ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল Bajaj Pulsar 150cc। এর লুক, মাইলেজ, কমফোর্ট এবং ভার্সেটাইল ইউজ সবকিছু মিলিয়েই এটা আমার ফার্স্ট চয়েস ছিল।

অন্যদের জন্য আমার সুপারিশ -

আমি অবশ্যই অন্য বাইকারদের এই বাইক কেনার পরামর্শ দিব। সকল বয়সী (তরুণ, মধ্যবয়সী এমনকি সিনিয়র) রাইডারদের জন্যও এটা উপযোগী । সিটি, হাইওয়ে, ছোট ট্যুর সব জায়গায় চালানো যায় , রক্ষণাবেক্ষণ সহজ এবং খরচ কম ।

Also Read: Pulsar Bike Price in Bangladesh  

সর্বশেষ মতামত -

আমার বাইক আমাকে কখনো হতাশ করেনি। আমি খুব সহজে এটিকে আমার নিয়ন্ত্রণে চালাতে পারি। এই বাইক আমার এক বিশ্বস্ত সঙ্গী, যা আমার প্রতিদিনের যাত্রাকে নিরাপদ ও আনন্দময় করেছে। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। ধন্যবাদ । 

লিখেছেনঃ মো:জাহিদ হাসান

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।