KTM RC125 | খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে হাফসা মার্ট

This page was last updated on 30-Jul-2024 09:21am , By Ashik Mahmud Bangla

হাফসা মার্ট বাংলাদেশের মোটরসাইকেল আমদানীকারকদের মধ্যে অন্যতম । সম্প্রতি তারা বাংলাদেশে নিয়ে এসেছে KTM Duke 125 এবং এখন তারা বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে সম্প্রতি লঞ্চ হওয়া KTM RC125 ।

KTM RC125 | খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে হাফসা মার্ট

ktm rc125 in bangladesh 2019

KTM হচ্ছে বিশ্বের ৬ষ্ঠ মোটরসাইকেল কোম্পানি যারা মটোজিপি চ্যাম্পিয়নশীপ এ অংশগ্রহন করেছে । KTM RC 125 দেয়া হয়েছে ৪ ভালব, DOHC লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেক্ট ইঞ্জিন । ইঞ্জিন থেকে ১৪.৩ BHP এবং ১২ Nm টর্ক পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে । 

অনেকটা এর নেকেড ভার্সনের মত, এর ফ্রেম হচ্ছে ষ্টীল ট্রেইলস, সামনেরর দিকে রয়েছে USD সাসপেনশন এবং রেয়ারে রয়েছে ১০ স্টেপ এডজাস্টেবল মনোশক সাসপেনশন । বাইকটির সামনের দিকে রয়েছে ৩০০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ও এর সাথে যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং রেয়ার এ দেয়া হয়েছে ২৩০ মিমি ডিস্ক ব্রেক । স্পোর্টস ভার্সনের এই বাইকটিতে তারা দিয়েছে স্প্লিট সিট ও ১৫০ সেকশনের প্রশস্ত রেয়ার টায়ার । 

বাইকটি ওজনে প্রায় ১৫০ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১০ লিটার ফুয়েল নেয়া যায় । KTM RC 125 এর অন্যতম একটি দিক হচ্ছে এর ডুয়েল প্রোজেকশন হেডলাইট, যার সাথে রয়েছে এলইডি ডিআরএল । আর এই কারনেই বাইকটির লুকসের ক্ষেত্রে এই সেগমেন্টে অনেক বেশি এগ্রেসিভ দেখায় ।

ktm rc125 price in bd bikebd   অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে বাইকটির এক্সহস্ট হচ্ছে আন্ডার বেলি এবং বাইকটি দুটি কালারে পাওয়া যাবে । বর্তমানে আমরা বাইকটির নেকেড ভার্সনটি টেস্ট রাইড করছি । আমরা খুব শীঘ্রই বাইক দুটি নিয়ে আমাদের ওয়েব সাইটে টেস্ট রাইড রিভিউ পাবলিশ করব ।

দামের দিক থেকে দুটি বাইক কিছুটা ব্যয়বহুল ।  KTM Duke এবং RC125 আমদানী করা হয় সিবিইউ কন্ডিশনে মানে হচ্ছে সম্পূর্ন তৈরি হয়ে আসে বলে এর দাম একটু বেশি । এছাড়া এই বছর ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে শুল্ক বাড়ানোর ফলে CBU (Complete Build Unit) এর বাইকের দাম বাড়বে বলে ধরা হচ্ছে । 

বর্তমানে বাইকটির দাম ধরা হয়েছে ৪১০,০০০/- টাকা । বাইকটি আগামী ২৫ জুলাই ২০১৯ থেকে বাংলাদেশে এভেইলেবল হবে । যারা বাইকটি কিনতে আগ্রহী তারা হাফসা মার্টের শোরুমে বাইকটি প্রি-বুকিং দিতে পারেন । যদিও তারা ইঞ্জিন ওয়ারেন্টি বা সার্ভিসের ব্যাপারে কিছু বলেনি, তবে আপনি তাদের শোরুমে যোগাযোগ করতে পারেন এই দুটি বাইকের সম্পর্কে বিস্তারিত জানতে ।  

Showroom Address:

Hafsa Mart – হাফসা মার্ট 88, shahid Taj-uddin road, TEJGAON Dhaka (2.41 km) Dhaka, Bangladesh Mobile: 01716-088311