Honda CB350C Special Edition এ নতুন কি আছে?
This page was last updated on 02-Oct-2025 12:38pm , By Rafi Kabir
Honda Motorcycle & Scooter India (HMSI) তাদের CB350C মডেলের একটি Special Edition বাইক লঞ্চ করেছে বাজারে । এই বাইকটি ভারতের ex-showroom এ ₹2,01,900 রুপি দাম ঠিক করা হয়েছে। October 2025 থেকে থেকেই বুকিং নেওয়া হবে শোরুম ও অনলাইন উভয় জায়গায়।
ডিজাইন
এই Special Edition মডেলে কিছু cosmetic আপডেট দেওয়া হয়েছে, যদিও ইঞ্জিন বা প্রযুক্তিগত দিক অনেকটাই আগের Honda CB350C এর মতোই রাখা হয়েছে। নতুন যে আপডেটগুলো আনা হয়েছে তা হলো

বাইকের ট্যাঙ্কে নতুন ‘CB350C’ লোগো ও Special Edition ব্যাজ দেওয়া হয়েছে।
ফুয়েল ট্যাঙ্ক, সামনে ফেন্ডার ও পেছনের ফেন্ডারে striped graphics যুক্ত করা হয়েছে।

কিছু অংশে chrome elements (যেমন পিলিয়ন গ্র্যাব রেল ও এক্সহস্ট) দেওয়া হয়েছে।
চাকা (wheels) পিসিল থেকে blacked-out alloy wheels করা হয়েছে।

রঙের অপশন দেওয়া হয়েছে দুটি - Rebel Red Metallic ও Matt Dune Brown
সিটের ফিনিশ রঙ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। রঙ অনুযায়ী সীট হবে কালো বা ব্রাউন।
ইঞ্জিন ও ফিচারস
Honda CB350C Special Edition এ ইঞ্জিন ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই Honda CB350C এর মূল ইঞ্জিনই রাখা হয়েছে। তবে কিছু বৈশিষ্ট্য আগের মতোই শক্তিশালী ও আধুনিক:
- 348.36 cc, single-cylinder, air-cooled
- 21 bhp পাওয়ার @ 5,500 rpm
- 29.5 Nm @ 3,000 rpm
- 5-speed
- Assist & Slipper Clutch
আরও কিছু ফিচারস এর মধ্যে হলো
- HSVCS (Honda Smartphone Voice Control System)
- Dual-channel ABS
- Honda Selectable Torque Control (HSTC)
- semi-digital instrument console
Honda CB350C Special Edition মডেল শুরুতে Honda Big Wing dealerships এ পাওয়া যাবে। বুকিং করা যাবে অনলাইনে ও শোরুম উভয় জায়গায় থেকেই।
