সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ৮ম ঢাকা বাইক শো ২০২৪

This page was last updated on 18-Jan-2025 11:54am , By Raihan Opu Bangla

ঢাকা বাইক শো বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল শো। প্রতি বছর সেমস গ্লোবাল বাংলাদেশে আয়োজন করে থাকে ঢাকা বাইক শো। মোটরসাইকেল ব্র্যান্ড, ও মোটরসাইকেল প্রেমীরা এই ঢাকা বাইক শো এর জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকেন। 

সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ৮ম ঢাকা বাইক শো ২০২৪

সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ৮ম ঢাকা বাইক শো ২০২৪

সেমস গ্লোবাল ৮ম বারের মত আয়োজন করতে যাচ্ছে ৮ম ঢাকা বাইক শো ২০২৪। এই শো তে বাংলাদেশের জনপ্রিয় সকল মোটরসাইকেল ব্র্যান্ড গুলো অংশ গ্রহণ করে থাকে। 

এতে করে মোটরসাইকেল প্রেমীরা তাদের পছন্দের ব্র্যান্ডের মোটরসাইকেল দেখার পাশাপাশি নতুন কোন মডেল আসছে কিনা তা জানতে পারেন। মোটরসাইকেলের নতুন ব্র্যান্ড বা মডেল এই শোতে উপস্থিত করা হয়। 

Also Read: ঢাকা বাইক শো ২০১৭ সিইএমএস গ্লোবাল

প্রতি বছর নতুন নতুন অনেক কোম্পানি এই শোতে অংশ গ্রহণ করতে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এছাড়া এই শোতে মোটরসাইকেল ব্র্যান্ড ছাড়াও মোটরসাইকেল এর সাথে সম্পর্কিত অনেক ব্র্যান্ড অংশগ্রহণ করে থাকে।

এই বছর শুধু মাত্র যে ঢাকা বাইক শো হচ্ছে তাই নয়। এই শো এর সাথে আরও তিনটি শো হচ্ছে। শো গুলো হচ্ছে ১৭ম ঢাকা মোটর শো ২০২৪, ৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪, এবং ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল ভেহিকল শো ২০২৪। 

তো আর দেরি কেন, তৈরি হয়ে যান তিন দিনের জন্য, আগামী ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে ঢাকা বাইক শো ২০২৪। এই ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার এ।

আমরা টিম বাইকবিডি থাকব এই শো এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে। আশা করছি আপনাদের সবার এই শোটি জমে উঠবে। তো চলে আসুন ৮ম ঢাকা বাইক শো ২০২৪ এ, দেখা হবে সবার সাথে। ধন্যবাদ।