CF Moto 300ss – ৩০০ সিসির নতুন উন্মাদনা
This page was last updated on 14-Aug-2024 12:18pm , By Badhan Roy
CF Moto আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয় একটি চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশের রাস্তায় ও CF Moto ব্র্যান্ডের ১৫০-১৬৫ সিসির বাইক মাঝেমধ্যে নজর কাড়ে এর ইউনিক ডিজাইন, ইঞ্জিন সাউন্ড ও পারফর্মেন্স এর কারনে। সিসি লিমিট বৃদ্ধির পর CF Moto তাদের স্পোর্টস লাইনআপের জনপ্রিয় মডেল 300ss বাজারজাত করার জন্য বাংলাদেশে নিয়ে এসেছে এবং সম্ভবত এখন পর্যন্ত এটিই হবে বাংলাদেশের সবচেয়ে বেশি সিসির বাইক।
CF Moto 300ss – ৩০০ সিসির নতুন উন্মাদনা
CF Moto 300ss বাইকটি এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাইকটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ ইতিমধ্যে দৃশ্যমান। অনেকেই একে জাপানি ব্র্যান্ড ইয়ামাহা ও হোন্ডার ৩০০ সিসির বাইকের সাথে তুলনা করে “বাজেট কিলার” হিসেবে বিবেচনায় রাখছেন, কারন ইন্ট্যারন্যাশনাল মার্কেটে এর ট্যাগ লাইন – “The one limit you won’t exceed is your budget.” তো আজকের এই লেখায় এক নজরে CF Moto 300ssসম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হবে।
CF Moto 300ss ডিজাইন
প্রথম দেখায় বাইকটির সামনের ডুয়াল হেডল্যাম্পের আকর্ষণীয় শেপের কারনে একে Mclaren P1 স্পোর্টস কারের সাদৃশ্য পাওয়া যায়। বাইকটির লুক অত্যান্ত এগ্রেসিভ ও স্পোর্টি। স্পোর্টি এরোডায়নামিক শেপ বাইকটিতে বেশ প্রিমিয়াম একটি ফিল দেয়।
বাইকটির বডিকিট যথেষ্ট ডিউরেবল ও দেখতে বেশ বড়সড় বা বাল্কি ফিল দেয়। সিটিং পজিশন যথারিতি স্পোর্টি ও চওড়া লুকিং গ্লাস বাইকের সৌন্দর্য্য যেমন বাড়ায় তেমন প্র্যাক্টিকাল ও বটে। এর সাথে Nebula Black ও Ghost Grey নামের আকর্ষণীয় কালার কম্বিনেশন তো বাইকের গ্রাফিক্সে থাকছেই, যা মনোযোগ আকর্ষণ করতে বাধ্য।
CF Moto 300ss ইঞ্জিন স্পেসিফিকেশন
CF Moto 300ss বাইকটিতে রয়েছে ইলেক্ট্রনিক এফ আই (EFI) প্রযুক্তির লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার, DOHC ২৯২ সিসির ৪-ভাল্ভ ৪-স্ট্রোক ইঞ্জিন যা ৮৭৫০ আরপিএম এ সর্বোচ্চ ২৯.০৯ হর্সপাওয়ার শক্তি ও ২৫.৩০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ৭২৫০ আরপিএম এ। CF-SC স্লিপার ক্লাচ ওবং ৬ স্পিড গিয়ারবক্স একটি স্মুথ এবং কুইক রেসপন্স দিতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৬০-১৬৫ কিমি প্রতি ঘন্টায়।
CF Moto 300ss ফিচারস
CF Moto 300ssএর কিছু উল্লেখযোগ্য ফিচারস হলো:
সিট হাইট, ওজন ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ৭৮০ মি.মি এর সিট হাইটের সাথে ১৩৫ মি.মি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে বাইকটিতে। ১৬৫ কেজি ওজনের কার্ব ওয়েট হওয়াতে বাইকটি বেশ ভারী অনুভব হয়, তবে মাথায় রাখতে হবে উচ্চ সিসির বাইকের ব্যালান্সিং এর জন্য এর ওজন বাড়তি হওয়া স্বাভাবিক।
ইগনিশন সিস্টেম: সেলফ ইলেক্ট্রিক ইগনিশন।
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার: ৫ ইঞ্চির বিশাল টিএফটি স্ক্রিন টি দেখে প্রথম দেখায় একটি স্মার্টফোন মনে হতে পারে। অত্যান্ত চমৎকার এই ডিজিটাল ক্লাস্টারটিতে রাইডার নিজের পছন্দ মত স্ক্রিন থিম সেট করতে পারবেন। বিভিন্ন সাধারণ তথ্যের পাশাপাশি এটা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে যেমন তাপমাত্রা, ম্যাপ নেভিগেশন, একাধিক ট্রিপ মিটার, স্পিডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার, সার্ভিস ইন্ডিকেটর, এবিএস ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ঘড়ি ইত্যাদি। এর সাথে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি যা CF Moto এর নিজস্ব অ্যাপ দ্বারা সহজেই বিভিন্ন তথ্য বাইকার তার নিজের স্মার্টফোনে দেখতে যেমন পারবেন তেমনই ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে সিংক করতে পারবেন।
এলইডি লাইটিং: ডি আরএল সহ বাইকটির ডুয়াল হেডল্যাম্প সম্পর্কে ইতিমধ্যেই ডিজাইন সেকশনে বর্ণনা করা হয়েছে। টেইল ল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর প্রত্যেকটিই এলইডি যা স্টাইলিশ এবং ভিজিবল। CF Moto international হেডল্যাম্পটিকে State of the art বলে হাইলাইট করছে।
আন্ডারবেলি এক্সহস্ট: বাইকটির এক্সহস্ট সিস্টেম আন্ডারবেলি হওয়ার কারনে বেটার বেজ এর সাউন্ডের পাশাপাশি বাড়তি ওজন হ্রাস করা হয়েছে।
টিউবলেস টায়ার: বাইকটির টায়ার সাইজ- সামনের টায়ার 110/70-17, পিছনের টায়ার: 140/60-17. টিউবলেস CST radial টায়ার ও এলয় রিম একটি সুন্দর রাইডের অভিজ্ঞতা দিবে বলে আশা করা যায়।
ব্রেক: CF Moto 300ss এর ব্রেকিং নিয়ে কিছু কথা না বললেই নয়। বাইকটির ব্রেকিং সিস্টেমে সামনে বিশ্ববিখ্যাত Brembo ব্র্যান্ডের ৪ পিস্টন ক্যালিপার ব্যাবহার করা হয়েছে ২৯২ মি.মি এর ডিস্কের সাথে ও পিছনেও Brembo এর ২২০ মি.মি এর ডিস্ক ব্যবহার করা হয়েছে। ডুয়াল চ্যানেল Continental এবিএস ব্যবহার করা হয়েছে অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য। তাই বুঝতেই পারছেন বাইকের ব্রেকিং সিস্টেম কতটা উন্নত।
সাসপেনশন সিস্টেম: বাইকটির সামনে হাইড্রোলিক ড্যাম্পিং সহ আপসাইড ডাউন ফর্ক (USD) ও পিছনে মাল্টি এডজাস্টেবল মনোশক অ্যাবজর্বার ব্যাবহার করা হয়েছে যা রাইডিং আরামদায়ক করবে বলে ধারণা করা যায়।
মাইলেজঃ ১২ লিটারের ফুয়েল ক্যাপাসিটির সাথে প্রতি লিটার জ্বালানী তেলে বাইকটি ২০ কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম। অনেকের মনে হতে পারে মোটরসাইকেল হিসেবে মাইলেজ অনেক কম কিন্তু মনে রাখতে হবে, হায়ার সিসির ইঞ্জিন যেমন অধিক শক্তিশালী তেমনি এর জ্বালানী দহনের ক্ষমতাও বেশি হবে।
এই ছিল এক নজরে CF Moto 300ss এর এক নজরে বিস্তারিত। হায়ার সিসির বাইকের প্রতি বাংলাদেশের বাইকারদের তীব্র আকাঙ্ক্ষার অবসান শীঘ্রই ঘটতে চলেছে। আশা করা যায় বাইকটি লঞ্চ হওয়ার সাথে সাথে বাইকারদের অন্যতম পছন্দের হায়ার সিসি এর স্পোর্টস বাইক হবে, পাশাপাশি CF Moto বাংলাদেশ বাইকটি বাইকারদের কথা মাথায় রেখে রিজনেবল মূল্য ও স্প্যেয়ার পার্টস এর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করবে।
বাইকের লঞ্চিং, মূল্য ও প্রি বুকিং, বিষয়ক তথ্য সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন।