ইয়ামাহা মোটরসাইকেল দিচ্ছে ৫০% ডাউন পেমেন্ট এর সাথে ৬ মাসের ০% ইন্টারেস্ট রেট

This page was last updated on 15-Jul-2024 05:14am , By Raihan Opu Bangla

বাইকের দাম বৃদ্ধি হবার কারণে বর্তমানে বাইক ক্রয় অনেকের সাধ্যের বাইরে চলে গিয়েছে। তবে ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। ইয়ামাহা মোটরসাইকেল এখন ক্রয় করতে পারবেন কিস্তি সুবিধার মাধ্যমে।

এসিআiই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। যারা বাজেট স্বল্পতায় যারা নিজের বাইক কেনার স্বপ্ন পূরণ করতে পারে না, সেইসব বাইক লাভারদের স্বপ্নকে এবার পূরণ করবে ইয়ামাহা মোটরসাইকেল। 

৫০% ডাউন পেমেন্ট দিয়ে YAMAHA নিয়ে এসেছে EMI-এ বাইক কেনার সুবিধা। সেই সাথে পেয়ে যাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ০% ইন্টারেস্ট, ৬ মাস মেয়াদ পর্যন্ত।

যেসব ব্যাংক থেকে কিস্তি সুবিধা পাওয়া যাবে - 

ইয়ামাহার সকল মোটরসাইকেল সিটি ব্যাংক (City Bank), ইস্টার্ন ব্যাংক (EBL), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB), ব্যাংক এশিয়া (Bank Asia), প্রাইম ব্যাংক (PBL), ডাচ বাংলা ব্যাংক (DBBL), ব্রাক ব্যাংক (Brac Bank), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB), স্যোসিয়াল ইসলামি ব্যাংক (SIBL), মার্কেন্টাইল ব্যাংক (MBL), যমুনা ব্যাংক (JBL), প্রিমিয়ার ব্যাংক (Premier Bank), শাহজালাল ইসলামি ব্যাংক (SJIBL),ব্যাংক অফ সিলন (Bank of Ceylon) এবং লংকা বাংলা ফাইন্যান্স (Lanka Bangla) এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০% ডাউন পেমেন্ট দিয়ে যে কোন শোরুম থেকে EMI সুবিধা নেওয়া যাবে।

  • শুধুমাত্র ৬ মাসের জন্য 0% Interest প্রযোজ্য হবে
  • ইন্সটলমেন্ট শিডিউল হবে ৬ ধরনের
  • ৬ মাস / ৯মাস / ১২ মাস / ১৮মাস / ২৪ মাস এবং ৩৬ মাস
  • প্রতি ক্ষেত্রে ৬ মাসের ইন্টারেস্ট এসিআই মটরস্ বহন করবে এবং ইন্টারেস্ট এককালিন ভাবে ডাউন পেমেন্টের সাথে দিতে হবে যা ইন্সটলমেন্টে কোন প্রভাব ফেলবেনা।
  • রেজিস্ট্রেশান চার্জ EMI-এর অন্তর্ভুক্ত নয়।
  • 0% Interest ৬ মাসের চার্জ এসিআই মটরস্ বহন করবে

কিস্তি সুবিধা পেতে অথবা ইয়ামাহা মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত জানতে ইয়ামাহা অরথোরাইজড মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য। সাম্প্রতিক খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, রাইডিং টিপস, সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। 

 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes